সোমবার, ৫ই জুন, ২০২৩ ইং, ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ, ১৬ই জিলক্বদ, ১৪৪৪ হিজরী
সোমবার, ৫ই জুন, ২০২৩ ইং
জাতীয় শোক দিবস ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী

শরীয়তপুরে জাতীয় শোক দিবস ও বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকীতে জেলা প্রশাসকের শ্রদ্ধা নিবেদন

শরীয়তপুরে জাতীয় শোক দিবস ও বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকীতে জেলা প্রশাসকের শ্রদ্ধা নিবেদন

সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি, বাঙ্গালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহামন এর ৪৫ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস।

দিবসটি যথাযোগ্য মর্যাদায় ও ভাবগম্ভীর পরিবেশে পালনের লক্ষ্যে শরীয়তপুর জেলা প্রশাসন এর উদ্যোগে ১৫ আগস্টে শাহাদতবরণকারী বাঙ্গালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের সদস্যগণের বিদেহী আত্মার শান্তি ও মাগফেরাত কামনায় আলোচনা সভা ও দোয়া মাহফিলসহ দিনব্যাপী যথাযোগ্য মর্যাদা, ভাবগাম্ভীর্য এবং বিভিন্ন কর্মসূচীর পালিত হয়েছে।

দিবস উপলক্ষ্যে শনিবার ১৫ আগস্ট সূর্যোদয়ের সাথে সাথে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সসহ সকল সরকারি-বেসরকারি ভবনসমূহে জাতীয় পতাকা অর্ধ-নমিতাবস্থায় উত্তোলন করা হয়।

পরে সকাল ৯ টায় শরীয়তপুর কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে স্থাপিত জাতির জনকের প্রতিকৃতিতে জেলাবাসীর পক্ষে প্রথমে জেলা প্রশাসক কাজী আবু তাহের শ্রদ্ধা নিবেদন করেন। পরে পর্যায়ক্রমে জেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল, পুলিশ প্রশাসন ও স্বাস্থ্য বিভাগসহ জেলার সর্বস্তরের জনগণের পক্ষ থেকে পুস্পস্তবক অর্পণ করা হয়।

১৫ আগস্ট শনিবার সূর্যোদয়ের সাথে সাথে সরকারি/বেসরকারি/স্বায়ত্তশাসিত ও অন্যান্য প্রতিষ্ঠানসমূহ জাতিয় পতাকা অর্ধনমিত রাখা। এবং সকাল ৮ টা ৩০ মিনিটে শরীয়তপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা ও মুক্তিযোদ্ধাদের কালোব্যাজ ধারণ। সকাল ৯ টায় কারোব্যাজ ধারণ করে কেন্দ্রীয় শহীদ মিনারে উপস্থিত হয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন। সকাল ৯ টা ৪৫ মিনিটে শরীয়তপুর পৌরসভা অডিটোরিয়ামে আলোচনা সভা ও দোয়া মাহফিল ও দিনব্যাপী সকল সরকারি চিকিৎসা কেন্দ্র (কমিউনিটি ক্লিনিকসহ) রোগীদের উন্নতমানের খাবার পরিবেশন; বিনামূল্যে ব্লাড গ্রুপিং/ডায়াবেটিস পরীক্ষা ও চিকিৎসা সেবা প্রদান। বিকাল ৫ টা ৩০ মিনিট হতে ৭ টা ৩০ মিনিট পর্যন্ত শরীয়তপুর সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও বঙ্গবন্ধুর স্মৃতি জাগানিয়া সংগীত অনুষ্ঠান। সুবিধাজনক সময়ে সকল সরকারি/বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে ভার্চুয়াল প্লাটফর্ম ব্যবহার করে কবিতা পাঠ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা, চিত্র প্রদর্শনী, হামদ-নাত প্রতিযোগিতা। সুবিধাজনক সময়ে শরীয়তপুর ইসলামিক ফাউন্ডেশনের কার্যালয়ে পবিত্র কোরআন তেলোয়াত, ভার্চুয়াল প্লাটফর্ম ব্যাবহার করে হামদ-নাত, আলোচনা ও দোয়া মাহফিল এবং জেলার ৪৫ টি মসজিদ/মাদ্রাসায় কোরআন খতম। সুবিধাজনক সময়ে জেলা সমাজসেবা কার্যালয়ে/শিশু পরিবার প্রাঙ্গণে পবিত্র কোরআন তেলাওয়াত, ভার্চুয়াল প্লাটফর্ম ব্যবহার করে হামদ-নাত, আলোচনা ও দোয়া মাহফিল এবং সরকারি/বেসরকারি এতিমখানায় উন্নতমানের খাবার পরিবেশন। বাদ জোহর কেন্দ্রীয় জামে মসজিদসহ জেলার সকল মসজিদে জাতীয় শোক দিবস উপলক্ষ্যে বিশেষ মোনাজাত। সুবিধাজনক সময়ে পালং হরিসভা কেন্দ্রীয় মন্দিরসহ জেলার সকল মন্দির/উপাসনালয়ে জাতীয় শোক দিবস উপলক্ষ্যে বিশেষ প্রার্থনা। দিনব্যাপী জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মুখে স্থাপিত বিলবোর্ড ও অন্যান্য বিলবোর্ডে ডিজিটাল বিলবোর্ড/ইলেকট্রনিক বিলবোর্ড-এর মাধ্যমে বঙ্গবন্ধু উক্তি ও জাতীয় শোক দিবসের কর্মসূচি প্রচার।

উল্লেখ্য, শরীয়তপুর জেলা প্রশাসক কাজী আবু তাহের এর পক্ষ থেকে কোভিড-১৯ পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি অনুসরণপূর্বক ১৫ আগস্ট উপলক্ষে গৃহীত কর্মসূচির প্রতিটি আয়োজনে সকলের উপস্থিতি কামনা করা হয়েছে।


error: Content is protected !!