
পুলিশ সুপার এস. এম. আশরাফুজ্জামান-এর দিক নির্দেশনায় ও অফিসার ইনচার্জ মো: আশরাফুল আলম জেলা গোয়েন্দা শাখার নেতৃত্বে শনিবার ১৫ আগষ্ট জেলা ডিবি পুলিশ কর্তৃক নড়িয়া থানার নশাসন ইউনিয়ন এলাকায় মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনাকালে নড়িয়ার নশাসন (পুরানকান্দি) গ্রামের আবু বকর মালতের ছেলে বিল্লাল মালত (২৯) ও বরিশাল জেলার আগৈলঝরা থানার বাহাদুরপুর গ্রামের প্রিয় লাল বিশ্বাসের ছেলে প্রদীপ বিশ্বাস (২৪) পালং থানার শৌলপাড়া গ্রামের বর্তমানে নূর হোসেন বেপারীর বাড়ীর ভাড়াটিয়াদ্বয়কে ১০০ (একশত) পিস ইয়াবা ট্যাবলেটসহ নড়িয়া থানাধীন ডগ্রী বাজারস্থ মাজেদা ডেকোরেটর এর সামনে পাঁকা রাস্তার উপর হইতে হাতেনাতে গ্রেফতার করা হয়। আটককৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে নড়িয়া থানায় মামলা রুজু প্রক্রিয়াধীন।