
মুজিবশতবর্ষে শহীদ বুদ্ধিজীবী দিবস এবং মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে শরীয়তপুর শিশু একাডেমিতে স্বাস্থ্যবিধি মেনে বিভিন্ন প্রতিযোগিতা, আলোচনা সভা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। মঙ্গলবার ১৫ ডিসেম্বর বেলা ১১ টার দিকে জেলা প্রশাসন ও শরীয়তপুর জেলা বাংলাদেশ শিশু একাডেমির আয়োজনে এ প্রতিযোগিতা, আলোচনা সভা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো: পারভেজ হাসান।
অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মো: শামীম হোসেন-এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) আসমাউল হুসনা লিজা, সদর উপজেলা নির্বাহী অফিসার মনদীপ ঘরাই, সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সাবিনা ইয়াসমিন ও জেলা শিশু কর্মকর্তা সরল বড়ুয়া। এছাড়া জেলা প্রশাসন কার্যালয় ও শিশু একাডেমির অন্যান্য কর্মকর্তা-কর্মচারী প্রমূখ উপস্থিত ছিলেন।
এ সময় কবিতা আবৃত্তি, রচনা প্রতিযোগিতা, দেশাত্মবোধক গান, চিত্রাঙ্কন ও ছড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।