সোমবার, ২রা অক্টোবর, ২০২৩ ইং, ১৭ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ, ১৬ই রবিউল-আউয়াল, ১৪৪৫ হিজরী
সোমবার, ২রা অক্টোবর, ২০২৩ ইং
শরীয়তপুর পৌরসভার ৯নং ওয়ার্ড

শরীয়তপুর পৌরসভার নির্বাচনি ওয়ার্ড মডেলে রুপান্তরিত করতে চান আজাদ বেপারী

শরীয়তপুর পৌরসভার নির্বাচনি ওয়ার্ড মডেলে রুপান্তরিত করতে চান আজাদ বেপারী

আসন্ন শরীয়তপুর পৌরসভা নির্বাচনকে সামনে রেখে ৯নং ওয়ার্ডে ব্যাপক প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন কাউন্সিলর প্রার্থী যুবলীগ নেতা আজাদ রহমান বেপারী। কাউন্সিলর প্রার্থী হিসেবে দিনরাত মানুষের দ্বারে-দ্বারে গিয়ে তাদের মূল্যবান ভোট সহ দোয়া চেয়ে যাচ্ছেন।

আপনি কেন নির্বাচনে অংশগ্রহণ করছেন এমন প্রশ্নের জবাবে আজাদ বেপারী বলেন- আমি বিগত দিনগুলোতে সুখে দুঃখে মানুষের পাশে ছিলাম। বিশেষ করে করোনা পরিস্থিতিতে প্রত্যেকটি অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছি। তাই এবার তারা আমাকে তাদের কাউন্সিলর হিসেবে দেখতে চায়। তাদের জন্যই মূলত আমি নির্বাচনে অংশগ্রহণ করছি।

তিনি আরো বলেন- আমি নির্বাচিত হতে পারলে অত্র ওয়ার্ডের যাবতীয় সমস্যা, যেমন- রাস্তা-ঘাট, পয়ঃনিষ্কাশন ব্যবস্থা, জলাবদ্ধতা ইত্যাদি সমস্যা সমাধানের মাধ্যমে উন্নয়ণমূলক কাজ করে যেতে চাই।

সরেজমিনে গিয়ে স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, আজাদ বেপারী ৯নং ওয়ার্ডের সর্বস্তরের মানুষের কল্যাণের জন্য কাজ করার ইচ্ছা কথা জানিয়েছেন। তাছাড়া বিভিন্ন সময়ে তিনি অসহায় মানুষের পাশে থেকে প্রমাণ করেছেন তিনিই হতে পারেন যোগ্য কাউন্সিলর। তাই আমরা এবার তাকেই নির্বাচিত করতে চাই।

এদিকে আজাদ বেপারীর সাথে একান্ত আলাপকালে তিনি বলেন- আমার পূর্ববর্তী কাউন্সিলর যারা ছিলেন তারা অনেক কাজ করা সত্বেও আরো অনেক কাজ বাকি রয়েছে। যা তারা করতে ব্যর্থ হয়েছে। আমি সেসকল কাজ আগে করতে চাই। এবং শরীয়তপুর পৌরসভার ৯নং ওয়ার্ডকে মডেল ওয়ার্ডে রুপান্তরিত করতে চাই। জনগনের কাছে আমার চাওয়া হচ্ছে- আমি আপনাদেরই সন্তান, ভাই, বন্ধু। আমার উপর আপনারা বিশ্বাস রাখুন। আমাকে নির্বাচিত করলে আপনাদের সাথে নিয়েই আমি ৯নং ওয়ার্ডের জন্য কাজ করে যাবো।

উল্লেখ্য, দ্বিতীয় ধাপে আগামী ১৬ জানুয়ারি শরীয়তপুর পৌরসভার ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।


error: Content is protected !!