
স্বাধীনতার স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শতবার্ষিকী উপলক্ষে শরীয়তপুর করোনা সংক্রমণ রোধে জনসচেতনতামূলক লিফলেট ও মাস্ক বিতরণ করেছে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) খুলনা সুন্দরবন রেজিমেন্ট।
বিএনসিসি সুন্দরবন রেজিমেন্ট, খুলনা কর্তৃক আয়োজন উপলক্ষ্যে বৃহস্পতিবার ৩১ ডিসেম্বর সকালে শরীয়তপুর সরকারি কলেজ শহীদ মিনারে বঙ্গবন্ধুর ছবিতে পুষ্পস্তবক অর্পণ শেষে কলেজ মাঠ চত্বরে আলোচনা সভা শেষে কবুতর উড়িয়ে বর্ণাঢ্য র্যালির মাধ্যমে মাস্ক বিতরণের উদ্বোধন করেন জেলা প্রশাসক মো: পারভেজ হাসান। র্যালিটি কলেজ চত্বর থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কলেজ মাঠ চত্বরে এসে শেষ হয়।
আলোচনা সভায় শরীয়তপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর হারুন-অর-রশিদ-এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরীয়তপুর জেলা প্রশাসক মো: পারভেজ হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরীয়তপুর পুলিশ সুপার এস. এম. আশরাফুজ্জামান।
এছাড়া উপস্থিত ছিলেন শরীয়তপুর সরকারি কলেজের সহকারি অধ্যাপক ও বিএনসিসি’র পিইউও আব্দুস সোবহান বাবুল সহ টিইউও ও বিএনসিসি’র সামরিক প্রশিক্ষকবৃন্দ।