
শরীয়তপুর সদর উপজেলার শৌলপাড়া ইউনিয়নে আগুনে পুড়ে ক্ষতিগ্রস্থ দুই পরিবারের মাঝে ৯ বান ঢেউটিন বিতরণ করেছেন শরীয়তপুর-১ (পালং-জাজিরা) আসনের সংসদ সদস্য ইকবাল হোসেন অপু।
শুক্রবার (২৬ মার্চ) বিকেলে শৌলপাড়া গ্রামের ক্ষতিগ্রস্থ মান্নান বেপারী ও ইদ্রিস বেপারীর পরিবারের মাঝে তিনি এ টিন বিতরন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন শরীয়তপুর সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এড. জাহাঙ্গীর হোসেন, সাধারন সম্পাাক গোলাম মোস্তফা, সহ-সভাপতি ফজলুল হক বেপারী, শিরাজুল হক খান, সদস্য আব্দুল মান্নান খান ভাষানী, রাজ্জাক হাওলাদার, মো. আকতার সরদার, আজগর মুন্সী, আলমগীর হোসেন খান, শৌলপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোস্তফা খান ও শৌলপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইয়াছিন হাওলা প্রমূখ।