সোমবার, ২রা অক্টোবর, ২০২৩ ইং, ১৭ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ, ১৬ই রবিউল-আউয়াল, ১৪৪৫ হিজরী
সোমবার, ২রা অক্টোবর, ২০২৩ ইং

শরীয়তপুর পুলিশ লাইন্সে পুলিশ নাইট রোলকল নিলেন অতিরিক্ত পুলিশ সুপার

শরীয়তপুর পুলিশ লাইন্সে পুলিশ নাইট রোলকল নিলেন অতিরিক্ত পুলিশ সুপার

শরীয়তপুর পুলিশ লাইন্সে অফিসার ও ফোর্সদের নাইট রোলকল নিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর) তানভীর হায়দার। বুধবার (০৭ এপ্রিল) রাত ৮ টায় শরীয়তপুর পুলিশ লাইন্সে গিয়ে সকল অফিসার ও ফোর্সদের এ নাইট রোলকল নেন তিনি।

এ সময় অতিরিক্ত পুলিশ সুপার সকল অফিসার-ফোর্সদের উদ্দেশ্যে করোনা ভাইরাস সংক্রমণ পরিস্থিতি মোকাবেলাসহ সকল ধরনের দায়িত্ব পালন সম্পর্কে দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন ও সকলের সুবিধা-অসুবিধার কথা শোনেন। এছাড়াও তিনি বর্তমান পরিস্থিতিতে সকলকে সচেতন হতে বলেন এবং সরকারী নির্দেশনা সঠিকভাবে পালন ও পুলিশ লাইন্সের ভিতরে ও বাইরে দায়িত্ব পালনের সময় সাবান বা হ্যান্ড স্যানিটাইজার দিয়ে হাত ধোয়াসহ সকলকে সামাজিক দূরত্ব বজায় রাখার নির্দেশনা প্রদান করেন।

উক্ত রোলকলে উপস্থিত ছিলেন পুলিশ লাইন্স আরআই মোঃ সিরাজুল ইসলাম সহ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।


error: Content is protected !!