Thursday 18th April 2024
Thursday 18th April 2024

Notice: Undefined index: top-menu-onoff-sm in /home/hongkarc/rudrabarta.net/wp-content/themes/newsuncode/lib/part/top-part.php on line 67

“মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড” শরীয়তপুর জেলা শাখার বর্ধিত সভা অনুষ্ঠিত

“মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড” শরীয়তপুর জেলা শাখার বর্ধিত সভা অনুষ্ঠিত

“মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন-ই আমাদের অঙ্গীকার” এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে “মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড” শরিয়তপুর জেলা শাখার বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।

শনিবার ১লা অক্টোবর “মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড” শরীয়তপুর জেলা শাখার আয়োজনে জেলার মুক্তিযোদ্ধার সন্তানগণ শরীয়তপুর জেলার চৌরঙ্গী মোড়ে অবস্থিত বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ শেষে এক সম্প্রীতি শোভাযাত্রার মাধ্যমে শরীয়তপুর সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে এসে বর্ধিত সভায় যোগ দেয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, “মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড”-এর কেন্দ্রীয় সভাপতি মেহেদী হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মো: সেলিম রেজা।

“মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড” শরীয়তপুর জেলা শাখার সভাপতি আব্দুস সালাম-এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো: দুলাল ছৈয়াল-এর সঞ্চালনায় উপস্থিত ছিলেন, “মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড” শরীয়তপুর জেলা শাখার সহ-সভাপতি মো: ফারুক রাড়ি,অর্থ-বিষয়ক সম্পাদক শিক্ষক শাহানাজ আক্তার রিনা, সাংবাদিক শহিদুজ্জামান খান, “মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড” শরীয়তপুর সদর উপজেলা শাখার সভাপতি সাবিহা নাসরিন, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম তুহিন, জাজিরা উপজেলা শাখার সভাপতি মোঃ ইকবাল হোসেন মাসুদ, সাধারণ সম্পাদক ফরহাদুর রহমান রতন, নড়িয়া উপজেলা শাখার সভাপতি মোঃ শাহাদাত হোসেন, সাধারণ সম্পাদক মোহাম্মদ বিল্লাল সরদার, ভেদেরগঞ্জ উপজেলা শাখার সভাপতি রাশেদুজ্জামান সুমন, সাধারণ সম্পাদক আলী নেওয়াজ, ডামুড্যা উপজেলা শাখার সভাপতি নুরুজ্জামান ঝন্টু, সাধারণ সম্পাদক মিল্লাত হোসেন, উপজেলা শাখার সভাপতি রুবেল রাড়ি ও সাধারণ সম্পাদক মামুনুর রশিদসহ জেলা ও উপজেলা শাখার বিভিন্ন নেতৃবৃন্দ।

বর্ধিত সভায় বক্তাগণ বলেন, বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়ে মুক্তিযোদ্ধাগণ এদেশের মানুষকে যেভাবে বাংলাদেশ নামক রাষ্ট্রের উপহার দিয়েছেন। তেমনি আমরা মুক্তিযোদ্ধার সন্তানদের সকল ক্ষেত্রে দায়িত্ব নিয়ে আগামীতে দূর্ণীতি ও শোষণমুক্ত বাংলাদেশ গড়ার অঙ্গীকার করতে হবে।

#