
শরীয়তপুরে বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ শেখ ফজলুল হক মণি’র ৮৪ তম জন্মদিন পালিত হয়েছে। এ উপলক্ষে রবিবার ৪ ডিসেম্বর বাদ আসর শরীয়তপুর কেন্দ্রীয় জামে মসজিদে জেলা যুবলীগ, শরীয়তপুর সদর পৌরসভা যুবলীগ ও শরীয়তপুর সদর উপজেলা যুবলীগের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এতে অংশগ্রহণ করেন, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক নুহুন মাদবর, শরীয়তপুর সদর পৌরসভার সভাপতি জাহাঙ্গীর বেপারী, সদর উপজেলার সাধারণ সম্পাদক হোসেন সরদার, পৌরসভার সহ-সভাপতি মো. রোমান আকন্দ, উপজেলার সহ-সভাপতি রুবেল মৃধা, সাংগঠনিক সম্পাদক আয়নাল ফকির প্রমূখ।