
ফারদিন এ সময়ের জনপ্রিয় সংগীত শিল্পী এবং অভিনেতা। পেয়েছেন জাতীয় পুরস্কার। আন্তজার্তিক পুরস্কার ও ২০২২ সালেই পেয়েছেন বলিউড এর ৩ জনপ্রিয় সুপারস্টার শিল্পা শেঠী, সোহেল খান, বলিউড এবং আন্তজার্তিক মডেল নোরা ফাতিহা থেকে পেয়েছেন সম্মাননা। ফারদিন বলেন আমি গানের মানুষ। গান দিয়েই আমার পথচলা শুরু।
এর ধারাবাহিকতা, আগামী ৩০শে ডিসেম্বর কক্সবাজার জেলায়, রামু স্টেডিয়ামে ওপেন এয়ার কন্সার্ট। গান গেতে যাচ্ছি। এই প্রোগ্রামে আরো পারফর্ম করবেন জনপ্রিয় ব্যান্ড আর্ক, সংগীত শিল্পী সালমা, স্টোন ব্যান্ড এবং আমি। ধন্যবাদ জ্ঞাপন করতে চাই, প্রজম্ম ৯৫ গ্রুপের চেয়ারম্যান উপ সচিব পাভেল কে, যিনি আমাকে এই প্রোগ্রাম এর সাথে সম্পৃক্ত করেছেন। এবং সব কিছু ঠিক থাকলে, ইনশাআল্লাহ আগামী বছর ২০ই জানুয়ারি, ভারতের বিখ্যাত মেঘাস্টার সালমান খান এর সাথে কলকাতা তে দেখা হচ্ছে।