সোমবার, ২৯শে মে, ২০২৩ ইং, ১৫ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ, ৯ই জিলক্বদ, ১৪৪৪ হিজরী
সোমবার, ২৯শে মে, ২০২৩ ইং

শরীয়তপুর ইসলামী যুব আন্দোলনের ইফতার মাহফিল

শরীয়তপুর ইসলামী যুব আন্দোলনের ইফতার মাহফিল

বীর মুক্তিযোদ্ধা ও মুজাহিদ প্রজন্ম ও যুবকদের সম্মানে ইফতার মাহফিল-এর আয়োজন করলেন ইসলামী যুব আন্দোলন শরীয়তপুর। শুক্রবার(০৭ এপ্রিল) সন্ধ্যায় পালং উত্তর বাজার ড্রিমলেন্ড রেস্টুরেন্টে বীর মুক্তিযোদ্ধা ও মুজাহিদ প্রজন্ম ও যুবকদের সম্মানে বিভিন্ন শ্রেণি পেশার রোজাদারদের অংশগ্রহণে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় ইসলামী যুব আন্দোলনের জয়েন্ট সেক্রেটারি জেনারেল ইঞ্জিনিয়ার মোঃ মারুফ শেখ।

ইসলামী যুব আন্দোলন শরীয়তপুর জেলা শাখার সভাপতি মুহা. দেলোয়ার হোসেন-এর সভাপতিত্বে যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা ইমরান হুসাইন-এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ মুজাহিদ কমিটির ছদর হাফেজ মাওলানা কেরামত আলী, ইসলামিক আন্দোলন জেলা শাখার সভাপতি তোফায়েল আহমেদ কাসেমী, ওলামা শেখ আইম্মা পরিষদের শরীয়তপুর জেলা শাখার সভাপতি মুফতি ফেরদাউস আহমেদ ও জেলা ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক সরদার।

ইফতার মাহফিল বাস্তবায়নে ছিলেন ইসলামী যুব আন্দোলন শরীয়তপুর জেলা শাখার যুব ও কর্মসংস্থান বিষয়ক সম্পাদক তারেক রহমান তারা মিয়া।

এ সময় বক্তারা বলেন, দেশকে দুর্নীতিমুক্ত করতে হলে, মাদকমুক্ত করতে হলে, সন্ত্রাস মুক্ত করতে হলে নিজের আত্মশুদ্ধির প্রয়োজন। আরে আত্মশুদ্ধি রয়েছে ইসলাম অনুযায়ী জীবনকে পরিচালনা করা। সেই ইসলামের বিধিবিধান ও আত্মশুদ্ধি নিয়ে কাজ করছে ইসলামী যুব আন্দোলন। পরে আগামী সংসদ নির্বাচনে দেশকে দুর্নীতিমুক্ত করতে, মাদকমুক্ত করতে, সন্ত্রাস মুক্ত করতে ইসলামিক আন্দোলন বাংলাদেশকে ভোট দিতে আহবান জানান।


error: Content is protected !!