মঙ্গলবার, ৩০শে মে, ২০২৩ ইং, ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ, ১০ই জিলক্বদ, ১৪৪৪ হিজরী
মঙ্গলবার, ৩০শে মে, ২০২৩ ইং

ইট ভাটায় ভ্রাম্যমান আদালতের অভিযান, একটি বন্ধ অপরটিতে জরিমানা

ইট ভাটায় ভ্রাম্যমান আদালতের অভিযান, একটি বন্ধ অপরটিতে জরিমানা

শরীয়তপুরে ভেদরগঞ্জ উপজেলার দুইটি ইট ভাটায় জেলা পরিবেশ অধিদপ্তর ও ভেদরগঞ্জ উপজেলা প্রশাসন যৌথ অভিযান পরিচালনা করেছেন। অভিযানে একটি ইট ভাটার কার্যক্রম বন্ধ এবং অপর ইট ভাটাকে জরিমানা করেছেন। ইতোপূর্বে আরো দুইবার ইট ভাটা দুইটিতে জরিমানা আরোপ করা হয়। আইনের প্রতি শ্রদ্ধাবোধ না থাকায় এবার কঠোর পদক্ষেপ গ্রহণ করা হয়।

উপজেলা প্রশাসন ও জেলা পরিবেশ অধিদপ্তর সূত্র জানায়, ভেদরগঞ্জ উপজেলার রামভদ্রপুর ইউনিয়নের দালাল কান্দি গ্রামের নিউ বিসমিল্লাহ ব্রিকস ও নারায়নপুর ইউনিয়নের নিউ ন্যাশনাল ব্রিকস দীর্ঘদিন ধরে নদীর তীরের মাটি কেটে ইট ভাটায় ইট তৈরী করে আসছিল। ইতোপূর্বে আরো দুই বার ওই ইট ভাটা দুটোতে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে জরিমানা করা হয়। ভাটা মালিক আইনের প্রতি শ্রদ্ধা না রেখে পুনরায় নদীর তীর থেকে মাটি কেটে ইট তৈরীর কাজে ব্যবহার করে। এাই অভিযোগ ১০ এপ্রিল সন্ধ্যায় পুনরায় অভিযান চালিয়ে মেসার্স নিউ বিসমিল্লাহ ব্রিক ফিল্ডের কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়। অপর ইট ভাটা মেসার্স নিউ ন্যাশনাল ব্রিক কে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান পরিচালনা কালে ভেদরগঞ্জ উপজেলা উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন বলেন, নদীর তীর কেটে ইটের ভাটায় ইট তৈরী করায় ইতোপূর্বে ওই সকল ইট ভাটাকে জরিমানা ও শতর্ক করা হয়। তারা আইন অমান্য করে পুনরায় জয়ন্তী নদীর তীর থেকে মাটি কেটে ইট ভাটায় ব্যবহার করে। এবার মেসার্স নিউ বিসমিল্লাহ ব্রিক ফিল্ড বন্ধ করা সহ নিউ বিসমিল্লাহ ব্রিক ফিল্ডকে জরিমানা আরো করা হয়েছে। অবৈধ মাটি দিয়ে তৈরী ইট ফায়ার সার্ভিসের সহায়তার ধ্বংস করা হয়েছে।

মাটি ব্যবহার ও নদীর তীরের মাটি কেটে ইটভাটায় ব্যবহারসহ অনুমতি বিহীন মাটি উত্তোলনের দায়ে ভেদরগঞ্জ উপজেলার রামভদ্রপুর ইউনিয়নের দালাল কান্দি গ্রামের নিউ বিসমিল্লাহ ব্রিকস এর কার্যক্রম বন্ধ এছাড়া নারায়নপুর ইউনিয়নের নিউ ন্যাশনাল ব্রিকস কে ৫০ হাজার টাকা জরিমানা করা হয় এবং অবৈধভাবে উত্তোলিত মাটি দ্বারা তৈরী কাঁচা ইট বিনষ্ট করা হয়েছে।

অভিযানে ভেদরগঞ্জ উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোঃ ইমামুল হাফিজ নাদিম ও জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারি পরিচালক মোঃ রাসেল নোমান উপস্থিত ছিলেন।

#


error: Content is protected !!