
“পবিত্র ঈদ-উল-ফিতর প্রতিটি মানুষের জীবনে বয়ে আনুক সুখ-শান্তি ও অনাবিল আনন্দ” এ বাণীকে সামনে রেখে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে ঈদ উপহার সামগ্রী বিতরণ করলেন শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামীলীগের কার্যনির্বাহী পরিষদের সদস্য ইকবাল হোসেন অপু।
মঙ্গলবার ১৮ এপ্রিল সিভিল সার্জন কার্যালয়ের সামনে ১’হাজার ভ্রাম্যমান পথযাত্রী ও যানবাহন শ্রমিকদের মধ্যে এ ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়।
এ সময় বাংলাদেশ আওয়ামীলীগ শরীয়তপুর জেলা শাখার সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান উজ্জল, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট জাহাঙ্গীর হোসেন, সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, সদর পৌরসভা আওয়ামীলীগের সভাপতি এম এম জাহাঙ্গীর হোসেন ও তুলাসার ইউনিয়ন চেয়ারম্যান জামাল হোসেন ফকিরসহ জেলা ও উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গসংগঠণের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এ সময় ইকবাল হোসেন অপু বলেন, গরীব অসহায় মানুষ যেন ভালোভাবে ঈদ করতে পারে, এজন্য আমরা আজ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে সেমাই, চিনিসহ ইত্যাদি উপহার সামগ্রী বিতরণ করলাম। এ বিতরণের ধারা ঈদের দিন পর্যন্ত অব্যাহত থাকবে।