শুক্রবার, ৯ই জুন, ২০২৩ ইং, ২৬শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ, ২০শে জিলক্বদ, ১৪৪৪ হিজরী
শুক্রবার, ৯ই জুন, ২০২৩ ইং

প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে শরীয়তপুরে ঈদ উপহার সামগ্রী বিতরণ করলেন ইকবাল হোসেন অপু এমপি

প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে শরীয়তপুরে ঈদ উপহার সামগ্রী বিতরণ করলেন ইকবাল হোসেন অপু এমপি

“পবিত্র ঈদ-উল-ফিতর প্রতিটি মানুষের জীবনে বয়ে আনুক সুখ-শান্তি ও অনাবিল আনন্দ” এ বাণীকে সামনে রেখে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে ঈদ উপহার সামগ্রী বিতরণ করলেন শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামীলীগের কার্যনির্বাহী পরিষদের সদস্য ইকবাল হোসেন অপু।

মঙ্গলবার ১৮ এপ্রিল সিভিল সার্জন কার্যালয়ের সামনে ১’হাজার ভ্রাম্যমান পথযাত্রী ও যানবাহন শ্রমিকদের মধ্যে এ ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়।

এ সময় বাংলাদেশ আওয়ামীলীগ শরীয়তপুর জেলা শাখার সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান উজ্জল, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট জাহাঙ্গীর হোসেন, সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, সদর পৌরসভা আওয়ামীলীগের সভাপতি এম এম জাহাঙ্গীর হোসেন ও তুলাসার ইউনিয়ন চেয়ারম্যান জামাল হোসেন ফকিরসহ জেলা ও উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গসংগঠণের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এ সময় ইকবাল হোসেন অপু বলেন, গরীব অসহায় মানুষ যেন ভালোভাবে ঈদ করতে পারে, এজন্য আমরা আজ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে সেমাই, চিনিসহ ইত্যাদি উপহার সামগ্রী বিতরণ করলাম। এ বিতরণের ধারা ঈদের দিন পর্যন্ত অব্যাহত থাকবে।


error: Content is protected !!