
মহান বিজয় দিবস যথাযথ ভাবে উদযাপনের লক্ষ্যে শরীয়তপুরে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১০ টায় শরীয়তপুর জেলা প্রশাসনের আয়োজনে উপজেলা সার্কিট হাউস সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
শরীয়তপুরের সুযোগ্য জেলা প্রশাসক কাজী আবু তাহেরের সভাপতিত্বে আলোচনা সভায় অতিরিক্ত জেলা প্রশাসক মোতাকাব্বির, অতিরিক্ত পুলিশ সুপার আল মামুন সিকদার, জেলা আ.লীগ সাধারণ সম্পাদক অনল কুমার দে, উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহাবুর রহমান শেখ, সহকারী কমিশনার, বেলাল হোসাইন, উপজেলা পরিষদের ভাইস প্রেসিডেন্ট শিল্পি আক্তার, জেলা যুবলীগ সভাপতি এমএম জাহাঙ্গীর মৃধা, কন্ঠ শিল্পী সামিনা বেগম সহ জেলার বিভিন্ন স্তরের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আগামী ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস সুন্দরভাবে সম্পন্ন করতে প্রশাসনিক কর্মকর্তা, বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনকে নানা দিকনির্দেশনা প্রদান করেন।
এছাড়া মহান বিজয় দিবসের দিন জাতীয় পতাকার সঠিক মাপ অনুসরণ করে পতাকা তৈরি ও পতাকা টাঙানোর সঠিক নিয়ম মেনে চলার জন্যও বিভিন্ন প্রতিষ্ঠানকে নির্দেশনা দেন জেলা প্রশাসক।
ওই দিন এই নিয়ম না মানলে অভিযুক্তদেরকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করা হবে বলেও জানান তিনি।
সভায় জেলা, উপজেলা পররিষদ, ইউনিয়ন পরিষদ সহ বিভন্ন প্রতিষ্ঠানে বিজয় দিবসে সারা দিনব্যাপী নানা কর্মসূচি সম্পর্কে বিস্তারিত আলোচনা ও অনুষ্ঠান সফল করতে বিভিন্ন উপ-কমিটি গঠন করা হয়।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | ৫ | ||
৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ | ১২ |
১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ |
২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ |
২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |