
শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার দক্ষিণ তারাবুনিয়া ইউনিয়নের গভীর রাতে এক হত দরিদ্র পরিবারের গোয়াল ঘর আগুন দিয়েছে দুর্বৃত্তরা। সোমবার রাতের কোন এক সময় এ ঘটনা ঘটানো হয়। খান কান্দি গ্রামের বাসিন্দা মৃত কালা শিকদারের গোয়াল ঘরে আগুনে পুড়ে পরিবারটির প্রায় ৫০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়। ভুক্তভোগী পরিবারের ধারনা পূর্ব শত্রুতার জের ধরে প্রতিবেশীরা এ ঘটনা ঘটাতে পারে।
ভুক্তভোগী পরিবারের সাথে আলাপ করে জানা গেছে, মৃত কালা মিয়া শিকদারের পরিবারের লোকজন প্রায় ১ বছর আগে গোয়াল ঘরটি তুলেছিল। ঐ সময় প্রতিবেশীরা জমি সংক্রান্ত জটিলতার বিষয়ে আপত্তি দিয়ে ঘর তুলতে বাঁধা দেয়। পরে ঐ জমিতেই ঘর তুলেছিল তারা। পরে সোমবার গভীর রাতে কে বা কারা ঘরটি আগুন দিয়ে পুড়িয়ে দেয়। ফলে পরিবারটির প্রায় ৫০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়।
কালা শিকদারের ছেলে ফয়সাল শিকদার বলেন, আমরা অনেক গরীব মানুষ। যারা আমাদের ঘরে আগুন দিয়েছে আমি তাদের বিচার চাই। পূর্বশত্রুতার জের ধরে আমাদের প্রতিবেশীরা এ ঘটনা ঘটাতে পারে। আমরা আইনের আশ্রয় নেব।