বুধবার, ৪ঠা অক্টোবর, ২০২৩ ইং, ১৯শে আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ, ১৮ই রবিউল-আউয়াল, ১৪৪৫ হিজরী
বুধবার, ৪ঠা অক্টোবর, ২০২৩ ইং

শরীয়তপুরে নিরাপদ খাদ্য দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

শরীয়তপুরে নিরাপদ খাদ্য দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

‘সুস্থ সবল জাতি চাই, পুষ্টিসম্মত নিরাপদ খাদ্যের বিকল্প নাই’ এই শ্লোগানে শরীয়তপুরে জাতীয় নিরাপদ খাদ্য দিবস উপলক্ষ্যে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২ ফেব্রুয়ারী) সকাল ১০টায় জেলা প্রশাসক কাজী আবু তাহেরের নেতৃত্বে শরীয়তপুর কেন্দ্রীয় শহীদ মিনার চত্ত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়। র‌্যালীটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসক কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ মামুন-উল-হাসানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক কাজী আবু তাহের।
আলোচনা সভায় জেলা প্রশাসক কাজী আবু তাহের বলেন, সুস্থ সবল জাতি গঠনে পুষ্টিসম্মত নিরাপদ খাদ্যের কোন বিকল্প নাই। আমরা যদি পুষ্টিসম্মত নিরাপদ খাদ্য নিশ্চিত করতে না পারি তাহলে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম হুমকির মুখে পড়বে। তাই আমাদের সকলের ভেজাল মুক্ত পুষ্টিসম্মত নিরাপদ খাদ্য গ্রহণে সচেতন হতে হবে।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার তানভীর হায়দার শাওন, জেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা খন্দকার নূরে আলম সিদ্দিকি ও সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আবদুস সোবহান।


error: Content is protected !!