
২০১৯ সালের সরকারি-বেসরকারী হজ্জ্ব যাত্রীদের নিয়ে শরীয়তপুর সদর উপজেলা সভাকক্ষে এক হজ্জ্ব প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
বুধবার ২৯ মে শরীয়তপুর ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে শরীয়তপুর জেলা প্রশাসক কাজী আবু তাহের-এর সভাপতিত্বে সকাল ১০টায় ২৬২ জন হজ্জ্ব যাত্রীদের নিয়ে ২০১৯ সালের সরকারি-বেসরকারী হজ্জ্ব যাত্রীদের এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুল্লাহ আল-মামুন তালুকদার, শরীয়তপুর সদর উপজেলা নির্বাহী মাহাবুর রহমান শেখ, সদর ভূমি কর্মকর্তা জিনিয়া জিন্নাত, শরীয়তপুর ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মোহাম্মদ ইদ্রিছ, শরীয়তপুর সদর হাসপাতালের আরএমও ডাঃ শেখ মোস্তফা খোকন।
ইসলামিক ফাউন্ডেশনের সহকারী উপ-পরিচালক আব্দুর রাজ্জাক রনি’র উপস্থাপনায় আরও উপস্থিত ছিলেন, সাকিব এভিয়েশনের পরিচালক ও দৈনিক হুংকার পত্রিকার সম্পাদক ও প্রকাশক হাবিবুর রহমানসহ বিভিন্ন হজ্জ্ব ট্রাভেলস্ এজেন্সির পরিচালক, মুয়াল্লিম ও হজ্জ্ব যাত্রীগণ।
হজ্জ্ব প্রশিক্ষণ অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে কাজী আবু তাহের বলেন, বর্তমান সরকার হজ্জ্ব যাত্রীদের সুবিধার্থে নানা পদক্ষেপ গ্রহণ করেছে। হজ্জ্ব যাত্রীরা যাতে কোন ধরনের হয়রানীর শিকার হোন, কোন ধরনের প্রতারিত না হোন, কোন দালালের চক্করে না পড়েন সেজন্যই আমাদের এ প্রশিক্ষণ কর্মশালা।
হজ্জ্বযাত্রীদের এ প্রশিক্ষণ কর্মশালা দুপুর পর্যন্ত চলে। প্রশিক্ষনের মধ্যে হজ্জ্বের বিভিন্ন নিয়ম, আরকাম ও আহকাম নিয়েও আলোচনা করা হয়।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | ৫ | ||
৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ | ১২ |
১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ |
২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ |
২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |