সোমবার, ৫ই জুন, ২০২৩ ইং, ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ, ১৬ই জিলক্বদ, ১৪৪৪ হিজরী
সোমবার, ৫ই জুন, ২০২৩ ইং

নড়িয়া ডিঙ্গামানিক ইউনিয়নে জেলেদের চাউল বিতরণ করলেন চেয়ারম্যান

নড়িয়া ডিঙ্গামানিক ইউনিয়নে জেলেদের চাউল বিতরণ করলেন চেয়ারম্যান
নড়িয়া ডিঙ্গামানিক ইউনিয়নে জেলেদের চাউল বিতরণ করলেন চেয়ারম্যান

শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলার ডিঙ্গামানিক ইউনিয়নে করোনা দুর্যোগে ৬০ জন জেলে পরিবারের মাঝে চাউল বিতরণ করেছেন ডিঙ্গামানিক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আনোয়ার হুসাইন খান।

মঙ্গলবার (০৫ মে) দুপুর ১২ টায় ডিঙ্গামানিক ইউনিয়ন পরিষদে তৃতীয় বারের মতো ৫০ জন জেলে পরিবারের মাঝে ৪০ কেজি চাউল বিতরণ করা হয়।

ডিঙ্গামানিক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আনোয়ার হুসাইন খান বলেন, করোনা দুর্যোগে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশে ও পানি সম্পদ মন্ত্রণালয়ের উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম এমপির তত্ত্বাবধানে সামাজিক দুরত্ব বজায় রেখে ডিঙ্গামানিক ইউনিয়নে ৫০ জন জোলে পরিবারের মাঝে ৪০ কেজি করে চাউল দিয়েছি। আপনারা সামাজিক দুরত্ব বজায় রেখে চলুন। ঘরে থাকুন, সুস্থ্য থাকুন। আমরা আপনাদের পাশে আছি। যতদিন করোনা দুর্যোগ থাকবে, ততদিন আমরা জনগণের পাশে থাকবো। কোন মানুষ না খেয়ে থাকবে না।

এ সময় উপস্থিত ছিলেন ডিঙ্গামানিক ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক আলাউদ্দিন খান, ইউনিয়ন পরিষদের মেম্বার সোহেল লাকুরিয়া, মনির হোসেন সুমন, রুনা বেগম, রাজ কুমার, মোঃ আলী ঢালী, মুরাদ হোসেন সিদ্দিক, মাসুম, মনি বেগম, খাদিজা, বাবু বেপারী, মোঃ দেলোয়ার হোসেন।


error: Content is protected !!