
‘মুজিববর্ষের আহবান ৩টি করে গাছ লাগান’ প্রতিপাদ্যে নড়িয়া উপজেলায় শরীয়তপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের আয়োজনে বৃক্ষরোপন কর্মসূচি পালন করা হয়।
বৃহস্পতিবার ০৯ জুলাই সকাল সাড়ে ৯ টার দিকে নড়িয়ার ভোজেশ্বর ইউনিয়নের লক্ষীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বিঝারী ইউনিয়নের মুন লাইট কিন্ডারগার্টেন’র আশপাশে প্রায় শতাধিক বৃক্ষরোপন কর্মসুচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন শরীয়তপুর জেলা পুলিশ সুপার এস এম আশরাফুজ্জামান।
এ সময় পুলিশ সুপার বলেন, গাছ লাগানের ফলে প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা ও জলবায়ু ভারসাম্য রক্ষায় অগ্রনী ভুমিকা পালন করে। এর ফলে দেশের উন্নয়নের পাশাপাশি মানুষের নিজ উন্নয়ন ও সাধিত হয়। তিনি আরো বলেন, দেশের প্রতিটি মানুষ অন্তত পক্ষে তিনটি করে গাছ লাগালে খুব শীঘ্রই বাংলাদেশ সবুজায়নে পরিণত হবে।
শরীয়তপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি শেখ আব্দুস সালামের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির সাবেক গণযোগাযোগ ও সাংবাদিকতা বিষয়ক সম্পাদক কাজী মোয়াজ্জেম হোসেন।
বিশেষ অতিথির বক্তব্যে কাজী মোয়াজ্জেম হোসেন বলেন, স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীগণ যদি ১৮ কোটি মানুষের মধ্যে প্রচারণা চালায়, এর মধ্যে অন্তত পক্ষে ১০ কোটি লোক পাচটি করে গাছ লাগায়, তাহলে ৫০ কোটি গাছ লাগানো খুব একটা কঠিন হবে না। এর ফলে দেশের প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলার পাশাপাশি দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি বৃদ্ধি পাবে। গাছ আমাদের পরম বন্ধু, এর রক্ষণাবেক্ষণের দায়িত্ব আমাদেরই। এ মহান দায়িত্ব আমাদের পালন করতে হবে।
এ সময় নড়িয়া থানা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক দেলোয়ার হোসেন আকন এর পরিচালনায় বক্তব্য রাখেন, নড়িয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ হাফিজুর রহমান, নড়িয়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারন সম্পাদক শহিদুল ইসলাম সিকদার, জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি জাকির হোসেন ডিকেন খান, জেলা সাংগঠনিক সম্পাদক মালেক হোসেন অপু প্রমুখ।
এছাড়াও উপস্থিত ছিলেন, শরীয়তপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি রঘুনাথ পোদ্দার, সহ-সভাপতি আমির হোসেন হাওলাদার, সাংগঠনিক সম্পাদক মালেক হেসেন অপু, সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির সোহাগ খান, ত্রান ও দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক সম্পদাক সেকান্দার আলম রিন্টু, কৃষি বিষয়ক সম্পাদক সালেক খান, নড়িয়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক কমিটির সদস্য শহিদুল দেওয়ান, রুবেল হাওলাদার, দেলোয়ার দেওয়ান, নবিরুল ইসলাম ইমন সহ সংগঠনের নেতৃবৃন্দ।
উল্লেখ্য যে, মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনার নির্দেশনায় ৪ জুলাই পানি সম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম এমপি নড়িয়া উপজেলা ব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করেন।