মঙ্গলবার, ৬ই জুন, ২০২৩ ইং, ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ, ১৬ই জিলক্বদ, ১৪৪৪ হিজরী
মঙ্গলবার, ৬ই জুন, ২০২৩ ইং

নড়িয়া পৌর মেয়র শহিদুল ইসলাম বাবু রাড়ী পানি বন্দি বাড়ি খাদ্য পৌঁছে দিচ্ছেন

নড়িয়া পৌর মেয়র শহিদুল ইসলাম বাবু রাড়ী পানি বন্দি বাড়ি খাদ্য পৌঁছে দিচ্ছেন

বন্যায় পদ্মার পানি বিপদ সীমা অতিক্রম করায় নড়িয়া পৌরসভার সকল ওয়ার্ড বন্যার পানিতে প্লাবিত হয়েছে। পানি সম্পদ উপমন্ত্রী এনামুল হক শামীম এর নির্দেশে অসহায় পানি বন্দি পৌর বাসির পাশে মেয়র শহিদুল ইসলাম বাবু রাড়ী।

মঙ্গলবার (২১ জুলাই) সকালে নড়িয়া পৌরসভার ৩, ৪ ও ৬ নং ওয়ার্ড বিভিন্ন এলাকায় নৌকায় করে খাদ্য সামগ্রী নিয়ে ঘরে ঘরে পৌছে দেন মেয়র ।
এ সময় তার সাথে উপস্থিত ছিলেন নড়িয়া পৌরসভার প্যানেল মেয়র শহিদুল ইসলাম সরদার,৩ নং ওয়ার্ড কাউন্সিল সাত্তার খলিফা ৪ নং ওয়ার্ড কাউন্সিলর আঃ লতিফ বেপারী ৬ নংওয়ার্ড কাউন্সিলর আনোয়ার হোসেন মল্লিক।

বন্যায় পানিতে প্লাবিত মোঃ ইউসুফ খলিফা বলেন, হঠাৎ করে বন্যার পানি আসায় আমার বাড়িঘর তলিয়ে যায়, বর্তমান মেয়র বাবু রাড়ী আমাদের বাড়িতে খাদ্য সামগ্রী দিয়ে যায়। এ মুহুর্তে আমার অনেক উপকার হয়েছে। তিনি আমাদের খুজ খবর নিচ্ছেন।

খাদ্য সামগ্রী বিতরনের সময় শহিদুল ইসলাম বাবু রাড়ী বলেন, আমাদের প্রিয় নেতা পানি সম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম এমপির নির্দেশে নড়িয়া পৌরসভার প্রতিটি বাড়ি ঘুরে ঘুরে ত্রান বিতরন করছি। পৌরসভার প্রায় ৪ হাজার পরিবার পানি বন্দি এবং তাদের তালিকা তৈরী করছি।


error: Content is protected !!