
শরীয়তপুরের নড়িয়ায় গাজা ব্যাবসায়ী ২ জনকে আটক করে শরীয়তপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয় এর উপ পরিদর্শক অপূর্ব বিশ্বাস।
নড়িয়া উপজেলার চাকধ বাজার হতে মাদক ব্যবসায়ী মোতালেব ছৈয়াল ও মাদকসেবী আক্কাস আলীকে গ্রেফতার করে।
মঙ্গলবার (১১ আগষ্ট) বিকাল সাড়ে ৫ টার সময় শরীয়তপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ উপ পরিদর্শক অপূর্ব বিশ্বাসের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে গাজা ব্যাবসায়ী মোতালেব ছৈয়ালের বাড়ি হতে বিপুল পরিমান গাজাসহ তাকে ও গাজা সেবনকারী আক্কাস বলীকে আটক করে। আটকের পরে তার বাড়ি থেকে বেশকিছু গাঁজা এবং গাঁজা সেবনের সরঞ্জাম উদ্ধার করা হয়।
উপজেলা সহকারি কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মোরশেদুল ইসলাম ভ্রাম্যমান আদালত পরিচালনা করে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মোতালেব ছৈয়ালকে নগদ অর্থসহ ৬ মাস বিনাশ্রম কারাদন্ড ও মাদক সেবনকারী আক্কাস আলীকে নগদ অর্থসহ ৩ মাস বিনাশ্রম কারাদন্ড দেন।
এ ব্যাপারে মাদক দ্রব্য নিয়ন্ত্রন উপ পরিদর্শক অপুর্ব বিশ্বাস সাংবাদিকদের বলেন, মাদক ব্যাবসায়ী মোতালেব ছৈয়াল দীর্ঘদিন যাবৎ মাদক ব্যাবসা করে আসছিল। আমরা তাকে আমাদের গোয়েন্দা নজরে রেখে ছিলাম। গোপন সংবাদের ভিত্তিতে আমরা তার বাড়িতে অভিযান করি এবং বিপুল সংখ্যক গাজা ও গাজা সেবনের বেশকিছু সরঞ্জাম উদ্ধার করি। মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মোতালেব ছৈয়ালকে ৬ মাসের কারাদন্ড ও আক্কাস আলীকে ৩ মাসের কারাদন্ড ও উভয়কে অর্থ দন্ড দেই। পরে তাদের জেল হাজতে প্রেরন করা হয়।