
শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. সাব্বির মাদবর (১৭) নামে এক নির্মাণ শ্রমিক নিহত হয়েছে। শনিবার সকালে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মো. সাব্বির মাদবর (১৭) নড়িয়া পৌরসভার ৩নং ওয়ার্ডের খলিফা পাড়া গ্রামের রফিক মাদবরের ছেলে।
নিহত সাব্বিরের চাচাতো ভাই মেহেদীর কাছ থেকে ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মত শনিবার সকালে সাব্বির নড়িয়া উপজেলার ফতেহজঙ্গপুর ইউনিয়নের সাতপাড় গ্রামের রতন বেপারীর বাড়ি বিল্ডিং এর কাজ করতে যান। তখন রতন বেপারীর বিল্ডিং এর ছাদে উঠে, তার সহযোগী অন্য শ্রমিকরা কাজে আসছে কি না, তা দেখতে পাশের বিল্ডিং সুজন বেপারীর ছাদে গেলে ওখানে থাকা সঞ্চালনের লাইনে লাগলে তা বিদ্যুতায়িত হয়। এতে বিদ্যৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই সাব্বির মারা যায়। খবর পেয়ে নড়িয়া থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে দুপুর সাড়ে ১২টার দিকে ময়নাতদন্তর জন্য মরদেহ শরীয়তপুর সদর হাসপাতালের মর্গে পাঠায়।
বিষয়টি নিশ্চিত করে নড়িয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসলাম উদ্দিন বলেন, ঘটনাস্থল থেকে সাব্বিরের মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে ময়নাতদন্তর জন্য শরীয়তপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।