
শরীয়তপুর নড়িয়া উপজেলার নশাসন ইউনিয়নের সরদার কান্দী গ্রামের মৃত শফিক উদ্দিন সরদারের বড় ছেলে আঃ রফ সরদার (৬৫) বছর বয়সের এক মানসিক রুগী তার নিজ এলাকা থেকে হারিয়ে গেছেন।
তার পরিবার সুত্রে জানা যায় তিনি গত ২০ রমজান সেহেরী খেয়ে বাসা থেকে বের হয়ে নশাসন বাজারে যান এরপর থেকে তিনি আর বাসায় ফিরে আসেনি।
যদি কোন ব্যক্তি সন্ধান পেয়ে থাকেন তাহলে এই নাম্বারে মাওলানা আলাউদ্দীন
০১৬৭৯২৬৪১৪১ যোগাযোগ করার অনুরোধ জানিয়েছেন তার পরিবার।