
নানা আয়োজনে বর্ষবরণ উৎসব অনুষ্ঠিত হয়েছে মজিদ জরিনা ফাউন্ডেশন স্কুল এন্ড কলেজে। জাতীয় শিক্ষা সপ্তাহ নির্বাচিত ঢাকা বিভাগের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান মজিদ জরিনা ফাউন্ডেশন স্কুল এন্ড কলেজে বাংলা নববর্ষ তথা পহেলা বৈশাখ দিনব্যাপী নানা আয়োজনে উদযাপিত হয়েছে।
সকালে প্রথম প্রহরে জাতীয় সংগীতের সাথে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হয়। জাতীয় সংগীতের সাথে জাতীয় পতাকা উত্তোলন করেন কলেজ অধ্যক্ষ এম ফরিদ আল হুসাইন।
এরপর এসো হে বৈশাখ গানের সাথে পহেলা বৈশাখ বাংলা নববর্ষ ১৪৩০ বরণ করে নেওয়া হয়।
এরপর গ্রামীণ নানা খেলাধুলা, বৈশাখী শোভাযাত্রা সহ নানা আয়োজনে দিনটি উদযাপন করা হয়।
সবশেষে আয়োজন করা হয় আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। সমাপনী ভাষণে অধ্যক্ষ এম ফরিদ আল হোসাইন বলেন মজিদ জরিনা ফাউন্ডেশন স্কুল এন্ড কলেজ পরিবার প্রতিবছর বাংলা নববর্ষ অত্যন্ত আড়ম্বরপূর্ণ আয়োজনে উদযাপন করে আসছে তারই অংশ হিসেবে এবছরও এই বর্ণিল আয়োজন। আমাদের সবসময়ের উদ্দেশ্য শিক্ষার্থীরা যাতে বাঙালি সংস্কৃতির শিকড় সম্পর্কে জানতে পারে সে প্রচেষ্টা এগিয়ে নেওয়া।
পরে তিনি বিভিন্ন খেলাধুলায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।