
নতুন প্রজন্মের কাছে আমাদের আদি ও লোকজ সংস্কৃতিকে তুলে ধরার লক্ষ্যে শরীয়তপুরের নড়িয়ায় গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নবান্ন উৎসব পালিত হয়েছে।
এ উপলক্ষে বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে উপজেলার ভোজেশ্বর ইউনিয়নের পাঁচক সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে কৃষি সম্প্রসারণ অধিদফতর আলোচনা সভা ও পিঠা উৎসবের আয়োজন করে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা ইয়াসমিন।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রোকনুজ্জামান এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ মো. নাজমুল হুদা, কৃষি ব্যাংক নড়িয়া শাখার ব্যবস্থাপক এম এ কাশেম ও স্থানীয় ইউপি সদস্য দেলোয়ার হোসেন।
আলোচনা সভা শেষে উপস্থিত সবাইকে হরেক রকম পিঠা পরিবেশন করা হয়।
এর আগে মাঠে নতুন পাকা ধান কেটে নবান্ন উৎসব উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা।
এসময় তিনি বলেন, নবান্ন আমাদের দেশের ঐতিহ্যবাহী শস্যোৎসব। বাংলার কৃষিজীবী সমাজে শস্য উৎপাদনের বিভিন্ন পর্যায়ে যে সকল আচার অনুষ্ঠান ও উৎসব পালিত হয় নবান্ন তার মধ্যে অন্যতম। শহুরে জীবনের যান্ত্রিকতায় আমাদের গ্রামীণ ঐতিহ্যগুলো আজ হারাতে বসেছে। নতুন প্রজন্মের কাছে বাংলার আদি ও লোকজ সংস্কৃতিকে তুলে ধরার লক্ষ্যেই আমাদের এই আয়োজন।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | ৫ | ||
৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ | ১২ |
১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ |
২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ |
২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |