
নড়িয়ায় ৪৮তম বাংলাদেশ জাতীয় স্কুল-মাদ্রাসা ও কারিগরি শিক্ষা শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে মঙ্গলবার বিকেলে নড়িয়া বি এল পুরস্কার বিতরণী অনুষ্ঠানের উদ্বোধন করেন, নড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা ইয়াসমিন।
নড়িয়া বি এল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমর কুমার মন্ডল এর সভাপতিত্বে এসময় প্রধান অতিথি ছিলেন, নড়িয়া উপজেলা চেয়ারম্যান একেএম ইসমাইল হক। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. গোলাম ফারুক।