
সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর জন্মশত বার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদ্যাপন করেছে মজিদ জরিনা ফাউন্ডেশন স্কুল এন্ড কলেজ পরিবার। দিনের শুরুতেই জাতীয় পতাকা উত্তোলণ করা হয়। প্রথম প্রহরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে অধ্যক্ষের নেতৃত্বে সকল শিক্ষকের অংশগ্রহনে পুষ্পস্তবক অর্পন করা হয়। এরপর স্বল্প সংখ্যক শিক্ষার্থীদের উপস্থিতিতে কেক কেটে বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদ্যাপন করা হয়।
উক্ত অনুষ্ঠানে বঙ্গবন্ধুর স্মৃতিচারণ ও শিশুদের অধিকার নিয়ে অনুভূতি প্রকাশ করে অনুষ্ঠানের সমাপনী বক্তব্যে অত্র প্রতিষ্ঠানের অধ্যক্ষ বলেন, তোমরা বঙ্গবন্ধুর মত উদার চিত্তে মানুষের পাশে দাঁড়াবে এবং বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার লক্ষ্যে এগিয়ে যাবে। সবশেষে তিনি প্রতি বছরের ন্যায় এবছরও বঙ্গবন্ধুর শুভ জন্মদিন ও জাতীয় শিশু দিবস সফলভাবে সকল আনুষ্ঠানিকতা শেষ করায় অত্র প্রতিষ্ঠানের সকল শিক্ষক, শিক্ষিকা, শিক্ষার্থী ও অভিভাবকদের প্রতি কৃতজ্ঞতা জানান।
উল্লেখ্য, মুজিববর্ষ উপলক্ষে আয়োজিত ফিল্ম ফেস্টিভাল, ফটো এক্সিবিশন ও সাংস্কৃতিক আয়োজন পরবর্তীতে বৃহৎ পরিসরে অনুষ্ঠিত হবে।