
করোনা সংকট মোকাবেলায় শরীয়তপুর সরকারি কলেজের উদ্যোগে কলেজ অধ্যক্ষ প্রফেসর মোঃ হারুন অর রশীদ এর তত্ত্বাবধানে ও রসায়ন বিভাগের ব্যবস্থাপনায় কলেজের নিজস্ব ল্যাবে হ্যান্ড স্যানিটাইজার প্রস্তুত করে শিক্ষক কর্মচারী ও আশেপাশের দোকান ও স্থানীয়দের মাঝে সামাজিক দূরত্ব বজায় রেখে বিতরণ করা হয়।
এ সময় অধ্যক্ষ প্রফেসর মোঃ হারুন অর রশীদ কর্মকর্তা, কর্মচারী ও স্থানীয়দের সামজিক দূরত্ব বজায় রেখা চলাফেরা করতে বলেন এবং প্রয়োজন ছাড়া বাসা থেকে বের না হওয়ার পরামর্শ দেন।