
“মানবিক মানুষ চাই” শ্লোগান ধারণ করে প্রতিষ্ঠার সাত বছর পেরিয়ে ৮ম বর্ষে পদার্পণ করলো শুদ্ধ ধারার সাহিত্য সাংস্কৃতিক কর্মীদের সংগঠন শুভজন। ৭ সেপ্টেম্বর শনিবার সন্ধ্যায় শুভজনের ৭ম বর্ষে পদার্পণের দিনে রাজধানীর সেগুনবাগিচার একটি রেস্টুরেন্টে শিল্পী, সাহিত্যিক, সাংবাদিক ও সাংস্কৃতিক কর্মীদের মিলনমেলা আর গান কবিতার মধ্য দিয়ে উদযাপন করা হয় শুভজনের ৮ম জন্মবার্ষিকী। শুভজনের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় নির্বাহী পর্ষদের সাধারন সম্পাদক আবৃত্তিশিল্পী তরুণ রাসেলের সঞ্চালনা এবং শুভজন সভাপতি কবি নইম হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শুভজন পদকপ্রাপ্ত গুণীজন, বরেণ্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সাবেক সংসদ সদস্য কবি কাজী রোজী এমপি, এছাড়াও অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থেকে শুভজনের প্রতি শুভাশিস জানান গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রাক্তন অতিরিক্ত সচিব কথাসাহিত্যিক মইনুদ্দিন কাজল, বিশিষ্ট কবি জাহিদুল হক, বরেণ্য গীতিকার শহিদুল্লাহ ফরায়জি এবং শুভজনের সাবেক সভাপতি গীতিকবি এমআর মনজুসহ শিল্প সাহিত্য জগতের আরও অনেকেই। শুভজনের ৭ম জন্মদিনের মিলনমেলায় সংক্ষিপ্ত আলোচনায় অতিথিরা শুভজনের প্রতি শুভকামনা জানিয়ে বলেন- শুভজনের সাথে সম্মিলিত শুভবোধের যে তরুণেরা যুক্ত আছো তোমাদের শুভকাজ গুলোকে আজ দেশব্যাপী ছড়িয়ে দিতে হবে। দেশের প্রত্যেকটি স্থানে শুভজনের শক্ত ঘাঁটি গড়ে তুলতে হবে যাতে কোনপ্রকার অশুভশক্তি আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে অন্ধকারের পথে নিয়ে যেতে না পারে। মানবতাই পরম ধর্ম এই অমিয় সত্য প্রতিষ্ঠায় একমাত্র শুভজনই এগিয়ে আসতে পারে। সত্য ও সুন্দর প্রতিষ্ঠিত হোক, শুভজনের জয় হোক এই প্রত্যয় ব্যক্ত করে অতিথিরা শুভজনের জন্মদিনের আনন্দ উদযাপন করেন এবং সবাই একসাথে নৈশভোজে অংশ নেন। এরপর অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন সংগীতশিল্পী রুবিয়া মল্লিকা, কণ্ঠশিল্পী জাহিদ হোসেন, শিলা পারভিন ও প্রত্যয় । কবিতা আবৃত্তি করেন কাজরী তিথি জামান, নাসিরুদ্দিন শাহ, জসিম আবদুল মুমিন, কবি নিপা চৌধুরী, ইমরান পরশ, রেহান রুবেল, হীরা মণি, ফারহানা আখতার, আজহারউদ্দিন, রাশেদুল হাসান মিন্টু, মোঃ রোমান হোসেন, নাইমুল রাজ্জাক, সামসুজ্জামান সুমন এবং শামিম আল জাবের প্রমুখ। সবশেষে বরেণ্য সঙ্গীতজ্ঞ কানাইলাল শীল এর দৌহিত্র শুভজন সদস্য সুমন কুমার শীলের বাজানো দোতারার অপূর্ব সুরের মূর্ছনা অনুষ্ঠানকে আরও মোহনীয় করে তোলে।