
কামরুল ইসলাম চৌধুরী মার্কেন্টাইল ব্যাংকের নতুন ব্যবস্থাপনা পরিচালক হয়েছেন।
এতোদিন তিনি এই ব্যাংকে অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব পালন করছিলেন বলে শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
কামরুল ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগ থেকে সম্মানসহ স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি সম্পন্ন করার পর ১৯৮৩ সালে ন্যাশনাল ব্যাংকে প্রবেশনারী অফিসার হিসেবে ব্যাংকিং জীবন শুরু করেন। পরে তিনি এনসিসি ব্যাংকে যোগ দেন।
২০০১ সালে তিনি মার্কেন্টাইল ব্যাংকে যোগ দেন এবং ব্যাংকের শাখা ব্যবস্থাপক, আঞ্চলিক প্রধানসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে কাজের মাধ্যমে ব্যাংকের উন্নয়নে সর্বোচ্চ পেশাগত কর্মদক্ষতার পরিচয় দেন।
কর্মজীবনে কামরুল ইসলাম দেশে ও বিদেশে অনেক প্রশিক্ষণ, সেমিনার এবং ওয়ার্কশপে অংশগ্রহণ করেন।