
শরীয়তপুরের পুলিশ সুপার আব্দুল মোমেন বলেন, সন্ত্রাসীদের কোন স্থান শরীয়তপুরে হবে না। শরীয়তপুরে যদি কোন গ্যাং মাথা চাড়া দিয়ে ওঠার চেষ্টা করে তাহলে তাদের ডালপালা সহ ছেঁটে ফেলা হবে। সন্ত্রাসীরা যতো বড় ক্ষমতাশালীই হোক আমরা পরোয়া করবো না।
রোববার (৭ জুলাই) বিকাল সাড়ে ৫টায় শরীয়তপুর পালং মডেল থানা চত্ত্বরে আয়োজিত ‘ওপেন হাউজ ডে’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
পুলিশ সুপার বলেন, আজকের সমাজে ছোট্ট শিশুরাও নিরাপদ নয়। তাদেরকে ধর্ষণের পর নৃশংস ভাবে হত্যা করা হয়। মানুষ কতোটা অমানুষ হলে এরকম জঘন্য পৈশাচিক কাজ করতে পারে আমরা ভাবতে গেলে হতবাক হয়ে যাই।
তিনি আরও বলেন, শরীয়তপুরে ইভটিজিং, চাঁদাবাজী, সন্ত্রাসী ও মাদক ব্যবসার সাথে যাদের জড়িত থাকার প্রমাণ পাওয়া যাবে তাকেই আইনের আওতায় আনা হবে। সে যতো ক্ষমতাশালী হোকনা কেন তাদের ছাড় দেওয়া হবে না। এজন্য সাধারণ জনগণের সহযোগিতা কামনা করেন পুলিশ সুপার আব্দুল মোমেন।
পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসলাম উদ্দিনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার আল মামুন শিকদার, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহবুর রহমান শেখ, শরীয়তপুর পৌরসভার সাবেক মেয়র আলহাজ¦ নূর মোহাম্মদ কোতোয়াল, শরীয়তপুর জজকোর্টের জিপি এ্যাড. আলমগীর হোসেন মুন্সী, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফারুক আহম্মেদ তালুকদার, মহিলা ভাইস চেয়ারম্যান সামিনা ইয়াছমিন, শরীয়তপুর পৌরসভার প্যানেল মেয়র-১ বাচ্চু বেপারী ও আংগারিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ার কামাল।
ওপেন হাউজ ডে অনুষ্ঠানে উপস্থিত জনসাধারণ তাদের মতামত ব্যক্ত করেন। এ সময় বিভিন্ন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন শ্রেনী পেশার সহ¯্রাধিক মানুষ উপস্থিত ছিলেন।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | ৫ | ||
৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ | ১২ |
১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ |
২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ |
২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |