শনিবার, ১০ই জুন, ২০২৩ ইং, ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ, ২১শে জিলক্বদ, ১৪৪৪ হিজরী
শনিবার, ১০ই জুন, ২০২৩ ইং

ভেদরগঞ্জে ডিএমখালিতে উপনির্বাচনে নৌকা প্রার্থীর জয়

ভেদরগঞ্জে ডিএমখালিতে উপনির্বাচনে নৌকা প্রার্থীর জয়

শরীয়তপুর জেলার ভেদরগঞ্জ উপজেলায় ডিএমখালি ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচনে আওয়ামীলীগের নৌকা প্রার্থী মহসিন হক আবু বেপারী বিজয়ী হয়েছেন।

বৃহস্পতিবার ১০ ডিসেম্বর সকাল ৯ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত ভোট গ্রহন করা হয়। কোন সহিংসতা ছাড়াই শান্তিপূর্নভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়।

পরে রাত ৮ টার সময় উপজেলা নির্বাচন অফিসার আব্দুর রশিদ শেখ বেসরকারি ভাবে ইউনিয়নটির নৌকা প্রার্থীকে নির্বাচিত ঘোষনা করেন।

ভেদরগঞ্জ উপজেলা নির্বাচন অফিসার মহাঃ আব্দুর রশিদ শেখ জানান, ভেদরগঞ্জ উপজেলার ডিএমখালি ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে আওয়ামী লীগের প্রার্থী মহসিন হক আবু বেপারী ৮ হাজার ৭’শ ২৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম সতন্ত্র প্রার্থী দেলোয়ার হোসেন মাঝী আনারস প্রতীক নিয়ে পেয়েছেন ৩’শ ১২ ভোট পেয়েছেন।

ডিএমখালি ইউনিয়নে মোট পুরুষ-মহিলা ভোটার ১৬ হাজার ৪’শ ৫৩ জন।ভোট দিয়েছেন ৯ হাজার ১’শ ২৯ জনের। সে হিসাবে এ উপজেলায় ৫৬ ভাগ ভোট পড়েছে। গত ১৬ অক্টোবর ডিএমখালি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ জসিম উদ্দিন মাদবর মৃত্যু বরন করেন। এরপর চেয়ারম্যান পদটি শূন্য ঘোষণা করা হয়েছিল।


error: Content is protected !!