
শরীয়তপুর সদর উপজেলার বাংলাদেশ বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠান তৃতীয় শ্রেণি কর্মচারী পরিষদের ৫ দফা দাবী আদায়ের লক্ষ্যে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করছে।
মঙ্গলবার ২৯ ডিসেম্বর সকাল সাড়ে ১০ টার দিকে শরীয়তপুর সদর উপজেলার বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠান তৃতীয় শ্রেণি কর্মচারী পরিষদের আয়োজনে উপজেলা পরিষদ চত্তরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে তারা উপজেলা নির্বাহী অফিসার মনদীপ ঘরাই, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল হাসেম তপাদার ও উপজেলা শিক্ষা অফিসার শহিদ উদ্দিনের কাছে স্মারকলিপি প্রদান করেন।
বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠান তৃতীয় শ্রেণি কর্মচারী পরিষদ সদর উপজেলা শাখার সভাপতি নিজাম উদ্দিনের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন, জেলা যুগ্ম-সাধারণ সম্পাদক নজরুল ইসলাম সোহাগ, সদর উপজেলা সাধারন সম্পাদক ফরহাদ হোসেন, মিডিয়া সম্পাদক তুলন খান, প্রচার সম্পাদক সাইদুল ইসলাম, সদস্য এনায়েত হোসেন, সদস্য নাসির হোসেন, সদস্য শামিমা নাসরিন ও সদস্য সুলতানা প্রমুখ।
এ সময় তারা বলেন, ‘আমাদের শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার ভিত্তিতে পদোন্নতির ব্যবস্থা গ্রহণ করতে হবে। নূন্যতম বেতন গ্রেড ১১তম প্রদান করতে হবে। চাকুরীতে পদের নাম পরিবর্তন করে অফিস সুপার করতে হবে। কম্পিউটারসহ অন্যান্য বিষয়ে উচ্চতর ট্রেনিং এর ব্যবস্থা গ্রহণ করতে হবে। এ ছাড়া শিক্ষা মন্ত্রণালয়ের প্রণীত চাকুরী-বিধি ২০১২ দ্রুত বাস্তবায়ন ও প্রজ্ঞাপন অনুযায়ী ম্যানেজিং কমিটিতে একজনকে সদস্য রাখতে হবে এবং এমপিও ভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান গুলো জাতীয়করন করতে হবে।’
এ ব্যাপারে উপজেলা নিবার্হী অফিসার মনদীপ ঘরাই জানান, বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠান তৃতীয় শ্রেণি কর্মচারী পরিষদের ৫ দফা দাবী আদায়ের লক্ষ্যে স্মারকলিপি প্রদান করেছে।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | ৫ | ৬ | |
৭ | ৮ | ৯ | ১০ | ১১ | ১২ | ১৩ |
১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ |
২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ |
২৮ | ২৯ | ৩০ | ৩১ |