
যথাযোগ্য মর্যাদায় শরীয়তপুরে জাতীয় শোক দিবস ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে জেলা আওয়ামীলীগের উদ্যোগে আলোচনা সভা, দোয়া মাহফিল ও গণভোজের আয়োজন করা হয়েছে।
শোক দিবস উপলক্ষে(১৯ আগষ্ট) শনিবার দুপুরে শরীয়তপুর জেলা আওয়ামীলীগ কার্যালয়ের সামনে পৌরসভা আওয়ামীলীগ ও সহযোগী অঙ্গসংগঠণের আয়োজনে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল ও গণভোজের আয়োজন করা হয়।
এ সময় প্রধান অতিথি ছিলেন শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় কমিটির সদস্য ইকবাল হোসেন অপু।
শরীয়তপুর পৌরসভা আওয়ামীলীগের সভাপতি এম এম জাহাঙ্গীর হোসেন-এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আমির হোসেন খান-এর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও শরীয়তপুর প্রেসক্লাবের সভাপতি অনল কুমার দে, জেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক এডভোকেট মির্জা হযরত আলী, সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান উজ্জ্বল, কেন্দ্রীয় আওয়ামীলীগের উপকমিটির সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মোজাফফর হোসেন জমাদার, জাজিরা উপজেলা আওয়ামীলীগের সভাপতি জি এম নুরুল হক, সাধারণ সম্পাদক আবু তালেব চৌকিদার, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট জাহাঙ্গীর হোসেন, সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক নুহুন মাদবরসহ জেলা আওয়ামীলীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। এছাড়াও আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
বক্তারা শোককে শক্তিতে পরিণত করে এবং বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রাণিত হয়ে দেশকে ভালবেসে কাজ করে যাওয়ার জন্য আহবান জানান। যাতে বাংলাদেশ মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে উন্নত দেশের দিকে দ্রুত এগিয়ে যায়।
প্রধান অতিথির বক্তব্যে ইকবাল হোসেন অপু বলেন, বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ মধ্যম আয়ের দেশে পরিণত হয়েছে। ইনশাআল্লাহ আগামী সংসদ নির্বাচন শেখ হাসিনার নেতৃত্বে সংবিধান অনুযায়ী অনুষ্ঠিত হবে এবং জাতীয় নির্বাচনে আওয়ামীলীগ আবার ক্ষমতায় আসলে শেখ হাসিনার সৃদৃঢ় নেতৃত্বে আমরা কাংখিত সময়ের আগেই উন্নত দেশে পরিণত হব। এরপর তিনি বঙ্গবন্ধু ও তার পরিবারের জন্য শোকবার্তা জ্ঞাপন করেন।