বৃহস্পতিবার, ২৮শে সেপ্টেম্বর, ২০২৩ ইং, ১৩ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ, ১৩ই রবিউল-আউয়াল, ১৪৪৫ হিজরী
বৃহস্পতিবার, ২৮শে সেপ্টেম্বর, ২০২৩ ইং

গোসাইরহাটে আন্তর্জাতিক দূর্নীতি বিরোধী দিবস অনুষ্ঠিত

গোসাইরহাটে আন্তর্জাতিক দূর্নীতি বিরোধী দিবস অনুষ্ঠিত

গোসাইরহাট উপজেলা প্রশাসনের আয়োজনে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস অনুষ্ঠিত হয়েছে। দিবসটির এবারের প্রতিপাদ্য বিষয় হচ্ছে ‘আমরা দুর্নীতির বিরুদ্ধে একতাবদ্ধ’। কাজে ফাকি দেওয়া, কর্মক্ষেত্রে উপস্থিত না হওয়াও দুর্নীতি, দুর্নীতি একটি রোগ। এ রোগবালাই থেকে দেশকে রক্ষা করতে ও দেশকে দুর্নীতি মুক্ত করতে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। সরকার দুর্নীতি প্রতিরোধে কঠোর অবস্থানে রয়েছে। ২০০৩ সালে সারা বিশ্বকে দুর্নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ করার লক্ষ্যে জাতিসংঘ আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস হিসেবে ঘোষনা করে। পরে ২০০৭ সাল থেকে বিশ্ব জুড়ে দিবসটি পালন শুরু করে। বাংলাদেশে ২০১৭ সাল থেকে সরকারি ভাবে দিবসটি পালন করা হচ্ছে।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ আলমগীর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ শাহজাহান সিকদার, গোসাইরহাট থানার (ওসি) তদন্ত এম এ মজিদ বকুল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ মোঃ আবুল খায়ের, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোসাঃ নাজমা বেগম, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান প্রমুখ।


error: Content is protected !!