সোমবার, ৫ই জুন, ২০২৩ ইং, ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ, ১৬ই জিলক্বদ, ১৪৪৪ হিজরী
সোমবার, ৫ই জুন, ২০২৩ ইং

জাতীয় শোক দিবস উপলক্ষে শরীয়তপুরে ২য় বার পারভীন হক সিকদার এমপি’র খাদ্য সামগ্রী বিতরণ।

জাতীয় শোক দিবস উপলক্ষে শরীয়তপুরে ২য় বার পারভীন হক সিকদার এমপি’র খাদ্য সামগ্রী বিতরণ।

শরীয়তপুর জেলার বিভিন্ন উপজেলায় পারভীন হক সিকদার এমপি’র পক্ষ থেকে বানভাসি বর্নাত‍্যদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ কার্যক্রম চলমান রয়েছে।

শরীয়তপুরের সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস‍্য পারভীন হক সিকদার-এর নিজস্ব উদ্যোগে জাতীয় শোক দিবস উপলক্ষে ২য় বারের মতো শুক্রবার ১৪ আগষ্ট দিনব্যাপী শরীয়তপুর জেলার বিভিন্ন স্থানে ১’হাজার পরিবারের মাঝে ত্রাণ বিতরণের অংশ হিসেবে কোদালপুর ইউনিয়নের দূর্গম চরাঞ্চলের বন‍্যাদূর্গত ব্যক্তিদের মাঝে এ ত্রাণ সহায়তা প্রদান করা হয়েছে। এর আগে জেলার সকল উপজেলায় করোনা ও বন‍্যা দুর্যোগে পারভীন হক সিকদার নিজস্ব অর্থায়নে অসহায়দের ব‍্যাপক খাদ‍্য সহায়তা প্রদান করেছেন এবং করোনার সচেতনতা ও স্বাস্থ‍্য বিষয়ে অনেক ভূমিকা রেখেছেন। বাংলাদেশের করোনা রোগীদের চিকিৎসার জন‍্য হাসপাতালও নির্মান করেছেন। ত্রাণসামগ্রীর মধ্যে রয়েছে চাউল, ডাল, চিড়া, আলু, পিয়াজ, সোয়াবিন, সাবান, গুড় ও লবণ।

ত্রাণসামগ্রী বিতরণকালে এ সময় উপস্থিত ছিলেন, যুবলীগ নেতা ও সিকদার পরিবারের সজল সিকদার, পারভীন হক সিকদার এমপি’র ব্যাক্তিগত সহকারী রাকিবুল ইসলাম রাকিব, গোসাইরহাট উপজেলা আওয়ামীলীগ নেতা আজাদ সিকদারসহ আওয়ামীলীগের বিভিন্ন অঙ্গসংগঠণের নেতৃবৃন্দ।

ত্রাণ কার্যক্রম বিষয়ে বাংলাদেশ জাতীয় সংসদের শরীয়তপুর আসনের সংরক্ষিত মহিলা সদস্য পারভীন হক সিকদার জানান, বঙ্গবন্ধুর কন‍্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে করোনা দুর্যোগের মতো বন‍্যাদূর্গত মানুষের মাঝে আমি অসহায়দের পাশে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছি, যাতে কেউ না খেয়ে কষ্ট না করে এবং এই প্রচেষ্টা আমি দুর্যোগ শেষ না হওয়া পর্যন্ত অব্যহত রাখবো। তিনি আরও বলেন, জাতির জনকের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভালো থাকলে, বাংলাদেশের মানুষ ভালো থাকবে এবং আমরা ভালো থাকবো। দেশে বর্তমানে করোনা ও বন‍্যা দূর্যোগে মাননীয় প্রধানমন্ত্রী সারাক্ষণ দেশ ও দেশের মানুষকে নিয়ে চিন্তা করেন বলেই এখনো দেশ ভালো আছে। এরপর তিনি করোনা ও বন‍্যা দুর্যোগে তার অবদানের কথা তুলে ধরে সকলের নিকট দোয়া কামনা করেন।

এ ত্রাণবিতরণকালে সিকদার পরিবারের সজল সিকদার বলেন, পারভীন হক সিকদার এমপি’র পক্ষ থেকে বন‍্যা দূর্যোগে অসহায় ১’হাজার পরিবারের মাঝে ত্রাণ বিতরণ কার্যক্রমের অংশ হিসেবে আজ গোসাইরহাট উপজেলার কোদালপুর ইউনিয়নের দূর্গম চরাঞ্চল বর্নাত‍্য অসহায়দের মাঝে ত্রাণ বিতরণ করলাম। এ ধারা দূর্যোগ শেষ না হওয়া পর্যন্ত চলমান থাকবে।

রাকিবুল ইসলাম রাকিব বলেন, আমাদের প্রিয় মহিলা আসনের এমপি পারভীন হক সিকদার করোনা দূর্যোগের মোকাবেলা শেষে বন‍্যা দূর্যোগেও মানুষের পাশে এসে দাড়িয়েছে। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় শরীয়তপুরের বন‍্যাদূর্গত অসহায়দের পাশে এসে পারভীন হকদারের পক্ষ থেকে আজ আমরা চাল, ডাল ও অন‍্যান‍্য খাদ‍্যসামগ্রী পৌঁছে দেওয়ার ব‍্যবস্থা করেছি। এ ত্রাণ বিতরণ কার্যক্রম দূর্যোগ শেষ না হওয়া পর্যন্ত অভ‍্যাহত থাকবে। সবশেষে পারভীন হক সিকদার ও তার পরিবারের জন‍্য সকলের নিকট দোয়া কামনা করা হয়।

ত্রানসামগ্রী পেয়ে বর্নাত‍্য অসহায় মানুষগুলো কৃতজ্ঞতা প্রকাশ করেন ও পারভীন হক সিকদার এমপি’র দীর্ঘায়ু কামনা করেন।


error: Content is protected !!