শুক্রবার, ৯ই জুন, ২০২৩ ইং, ২৬শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ, ২০শে জিলক্বদ, ১৪৪৪ হিজরী
শুক্রবার, ৯ই জুন, ২০২৩ ইং

গোসাইরহাট ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ২ প্রতিষ্ঠানকে জরিমানা

গোসাইরহাট ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ২ প্রতিষ্ঠানকে জরিমানা

২৬ আগস্ট বুধবার জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালকের সার্বিক নির্দেশনায় শরীয়তপুর জেলার সহকারী পরিচালক সুজন কাজী শরীয়তপুর জেলার গোসাইরহাট উপজেলায় তদারকি কার্যক্রম পরিচালনা করেন।

অভিযানে অবৈধ প্রক্রিয়ায় খাদ্য প্রক্রিয়াকরণ করা, খদ্যপণ্যে ক্ষতিকর কেমিক্যাল ও রঙের ব্যবহার এবং মোড়কজাতকরণ বিধিমালা লংঘন করায় উপজেলার কুচাইপট্টি বাজার ও মোড়ের বাজার এলাকার ২ প্রতিষ্ঠানকে প্রশাসনিক প্রতিকারক হিসেবে মোট ০৮ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। অভিযানে উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা করেন কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব), শরীয়তপুর শাখার সভাপতি বিল্লাল হোসেন খান ও জেলা পুলিশের একটি টিম। জনস্বার্থে এ তদারকি মূলক কার্যক্রম অব্যাহত থাকবে।


error: Content is protected !!