বুধবার, ৪ঠা অক্টোবর, ২০২৩ ইং, ১৯শে আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ, ১৮ই রবিউল-আউয়াল, ১৪৪৫ হিজরী
বুধবার, ৪ঠা অক্টোবর, ২০২৩ ইং

গোসাইরহাট পৌরসভার নব-নির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের দায়িত্ব গ্রহণ

গোসাইরহাট পৌরসভার নব-নির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের দায়িত্ব গ্রহণ

শরীয়তপুরের গোসাইরহাট পৌরসভার নব-নির্বাচিত মেয়র ও কাউন্সিলররা আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেছেন।

বুধবার (১৬ আগস্ট) সকাল ১২টায় পৌরসভা মাঠ প্রাঙ্গনে পৌর প্রশাসক ইউএনও কাফি বিন কবির নব-নির্বাচিত মেয়র মোঃ আব্দুল আউয়াল সরদারকে দায়িত্ব বুঝিয়ে দিয়েছেন। পরে ফুল দিয়ে নব-নির্বাচিত মেয়রকে বরণ করা হয়েছে।

গোসাইরহাট পৌরসভার আয়োজনে অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ইউএনও কাফী বিন কবির। এসময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সরকারি শামসুর রহমান কলেজের অধ্যক্ষ মোঃ ফজলুর হক, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুজন দাশ গুপ্ত।

পৌর নির্বাহী কর্মকর্তা আব্দুল আলিম মোল্লার সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন, গোসাইরহাট থানার ওসি আসলাম সিকদার, উপজেলা যুবলীগের সভাপতি নুরুজ্জামান মৃধাসহ ৯টি ওয়ার্ডের সাধারন কাউন্সিলর ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর, দাশের জঙ্গল বাজারের ব্যাবসায়ী এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।


error: Content is protected !!