
স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস-২০১৮ পালন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৫ আগস্ট) সকাল সাড়ে ১০ টার দিকে গোসাইরহাট বাজার সংলগ্ন হেলিপ্যাড ময়দান মাঠে গোসাইরহাট উপজেলা প্রশাসনের আয়োজনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য নাহিম রাজ্জাক।
প্রধান অতিথির বক্তব্যে নাহিম রাজ্জাক এমপি বলেন, আজকের এই দিনে স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে গভীরভাবে স্বরণ করছি। বঙ্গবন্ধু বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ সন্তান হিসেবে বিশ্ববাসির কাছে স্বীকৃতি লাভ করেছে। যার নের্তৃত্বে বাঙ্গালী জাতি মাথা উচু করে গর্বিত জাতি হিসেবে বিশ্বের কাছে স্বীকৃতি লাভ করেছে। বঙ্গবন্ধুর ঐতিহাসিক সাতই মার্চের ভাষণকে ঐতিহাসিক দলিল হিসেবে স্বীকৃতি দিয়েছে ইউনেসকো।
এমপি বলেন, শোককে শক্তি হিসেবে হিসেবে পুরণ করে জাতির জনকের স্বপ্ন পূরণে সকল ভেদাভেদ ভূলে গিয়ে বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আবারও আগামী নির্বাচনে জয়লাভ করে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হবে৷
গোসাইরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা আর.এম সেলিম শাহনেওয়াজের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গোসাইরহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান ও গোসাইরহাট উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ নাসির উদ্দিন, গোসাইরহাট উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দেওয়ান মো. শাহজাহান, মহিলা ভাইস চেয়ারম্যান মাহফুজা বেগম, গোসাইরহাট উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি চৌধুরী আহসান সিদ্দিকী লাবু, গোসাইরহাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএম মেহেদী মাসুদ, গোসাইরহাট উপজেলা যুদ্ধকালীন কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. ইকবাল আহমেদ (বাচ্চু)।
এ সময় শরীয়তপুর ইলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মো. ইদ্রিছ, সরকারি সামসুর রহমান ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ দৌলত আহম্মেদ চৌধুরী, গোসাইরহাট উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক লিটন দেওয়ান, তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক দেওয়ান মনিরুজ্জামান মনির, জেলা পরিষদ সদস্য গোলাম রাব্বানী শাকিল চৌধুরী, কোদালপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এসএম মিজানুর রহমান, গোসাইরহাট উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মো. নুরুজ্জামান মৃধা, উপজেলা ছাত্রলীগের সভাপতি মোস্তফা কামাল ফরাজি, সাধারণ সম্পাদক আজমল হোসেন নয়ন, পৌরসভা ছাত্রলীগের সভাপতি জাহিদুল ইসলাম উপল, কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি রাজু সিকদার প্রমূখ উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়ার আয়োজন করা হয়। পরে প্রায় ৬ হাজার লোকের ভুড়ি ভোজের আয়োজন করা হয়।