
বৃহস্পতিবার গোসাইরহাট উপজেলার সরকারী শামসুর রহমান ডিগ্রী কলেজের অডিটরিয়ামে উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত পল্লী কর্মস্থান ও রাস্তা মেরামত আরইআরএমপি প্রকল্পের আওতায় মহিলাদের সঞ্চয়ী অর্থ বিতরণ ও জমি আছে ঘর নেই তাদের নিজ জমিতে গৃহ নির্মাণ এবং দরিদ্র ও হতদরিদ্রের মাঝে বিনা মূল্যে ঢেউটিন, গৃহ নির্মাণ ব্যয় প্রকল্পের সুবিধা ভোগিদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, শরীয়তপুর -৩ আসনের মাননীয় সংসদ সদস্য নাহিম রাজ্জাক। নাহিম রাজ্জাক বলেন, বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা দেশরতœ, জননেত্রী মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনা দরিদ্র, হতদরিদ্র, অসহায় ও দুস্ত পরিবার গুলোর মাঝে বিনা মূল্যে ঘর দিচ্ছেন। যাদের জমি আছে ঘর নেই তাদেরকে বিনামূল্যে ঘর নির্মাণ করার সামগ্রীসহ অর্থ দিচ্ছেন। তিনি মুক্তিযোদ্ধাদের ভাতা, বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, গর্ভবতী মায়েদের ভাতা, ছাত্র/ছাত্রীদের মাঝে বিনামূল্যে বই বিতরন ও উপবৃত্তি প্রদান করছেন। ২০১৮সনের মধ্যে গোসাইরহাটের প্রতিটি ঘরে ঘরে শতভাগ বিদ্যুৎ পৌছানো হবে। এছাড়াও রাস্তা ঘাট, ব্রীজ, কালভাট, নির্মাণ করছেন। প্রায় ৩২ কোটি টাকা ব্যায়ে সাইখ্যা ব্রীজ নির্মান করা হয়েছে। তাই দেশের মানুষের ভাগ্য উন্নয়ন করার লক্ষ্যে আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিন। প্রায়ত আব্দুর রাজ্জাকের অসমাপ্ত কাজ সমাপ্ত করতে আমার জন্য দোয়া করবেন।
উপজেলা নির্বাহী অফিসার আর এম সেলিম শাহনেওয়াজের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় বক্তব্য রাখেন, শরীয়তপুরের মাননীয় জেলা প্রশাসক কাজী আবু তাহের, শরীয়তপুর প্রেসক্লাবের সভাপতি বাবু অনল কুমার দে, গোসাইরহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ নাসির উদ্দিন, উপজেলা প্রকৌশলী আর বৃন্দ রায়, বিশিষ্ঠ মুক্তিযোদ্ধা ইকবাল আহম্মেদ বাচ্চু ছৈয়াল, সরকারী শামসুর রহমান কলেজের (ভারঃ) অধ্যক্ষ মোঃ দৌলত আহম্মেদ, উপজেলা আওয়ামীলীগের (ভারঃ) সভাপতি আহসান সিদ্দিকী লাবু, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দেওয়ান মোঃ শাহজাহান, কোদলপুর ইউ’পির চেয়ারম্যান এসএম মিজানুর রহমান প্রমুখ।