
গতকাল বুধবার গোসাইরহাট উপজেলা প্রশাসনের আয়োজনে ডিজিটাল বাংলাদেশ দিবস উদ্যাপন উপলক্ষ্যে চিত্রাঙ্গণ, রচনা প্রতিযোগীতা, আলোচনা সভা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ আলমগীর হুসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ নাসির উদ্দিন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দেওয়ান মোঃ শাহজাহান, কুচাইপট্টি ইউপি’র চেয়ারম্যান নাসির উদ্দিন স্বপন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম, উপজেলা শিক্ষা অফিসার মোঃ রফিকুল ইসলাম, গোসাইরহাট প্রেস ক্লাবের সভাপতি মাস্টার গিয়াস উদ্দিন খান, প্রমুখ।