
শিক্ষক সাইদুল হক মুন্নাহর জন্মদিন উপলক্ষে নড়িয়া পৌরসভার ৩ নং ওয়ার্ডে ঢালী পাড়া এতিম খানায় ছাত্রদের মাঝে সিকদার ইউনিভার্সিটির এল এল বি প্রথম বর্ষের ছাত্র সুপ্রিয় সাইয়্যিদিন ও নড়িয়া সরকারি কলেজ এইছ এস সি পরিক্ষার্থী কে এম দ্রুব কোরআন শরীফ দান করেন।
একজন শিক্ষকের প্রতি শ্রদ্ধা ভালবাসা স্বীকৃতি মানুষের দায় বাড়িয়ে দেয়। তেমনি বুধবার ১৩ আগষ্ট সন্ধ্যা ৭ টার সময় একজন শিক্ষক কে শ্রদ্ধা ভালবাসায় সিক্ত করলেন কার্তিকপুর সিকদার ইউনিভার্সিটির এল এল বি প্রথম বর্ষের ছাত্র সুপ্রিয় সাইয়্যিদিন ও নড়িয়া সরকারি কলেজের এইচ এস সি পরিক্ষার্থী কে এম ধ্রুব তাদের শিক্ষক সাইদুল হক মুন্নার জন্মদিনে এতিম খানায় কোরআন শরীফ দিলেন। এ সময় উপস্থিত ছিলেন শিক্ষক সাইদুল হক মুন্নাহ, নড়িয়া পৌরসভা ১ নংওয়ার্ড যুবলীগের সভাপতি শাহীন খান।