শুক্রবার, ৯ই জুন, ২০২৩ ইং, ২৬শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ, ২০শে জিলক্বদ, ১৪৪৪ হিজরী
শুক্রবার, ৯ই জুন, ২০২৩ ইং

নড়িয়া শিক্ষকের জন্মদিনে কোরআন শরীফ উপহার

নড়িয়া শিক্ষকের জন্মদিনে কোরআন শরীফ উপহার

শিক্ষক সাইদুল হক মুন্নাহর জন্মদিন উপলক্ষে নড়িয়া পৌরসভার ৩ নং ওয়ার্ডে ঢালী পাড়া এতিম খানায় ছাত্রদের মাঝে সিকদার ইউনিভার্সিটির এল এল বি প্রথম বর্ষের ছাত্র সুপ্রিয় সাইয়্যিদিন ও নড়িয়া সরকারি কলেজ এইছ এস সি পরিক্ষার্থী কে এম দ্রুব কোরআন শরীফ দান করেন।

একজন শিক্ষকের প্রতি শ্রদ্ধা ভালবাসা স্বীকৃতি মানুষের দায় বাড়িয়ে দেয়। তেমনি বুধবার ১৩ আগষ্ট সন্ধ্যা ৭ টার সময় একজন শিক্ষক কে শ্রদ্ধা ভালবাসায় সিক্ত করলেন কার্তিকপুর সিকদার ইউনিভার্সিটির এল এল বি প্রথম বর্ষের ছাত্র সুপ্রিয় সাইয়্যিদিন ও নড়িয়া সরকারি কলেজের এইচ এস সি পরিক্ষার্থী কে এম ধ্রুব তাদের শিক্ষক সাইদুল হক মুন্নার জন্মদিনে এতিম খানায় কোরআন শরীফ দিলেন। এ সময় উপস্থিত ছিলেন শিক্ষক সাইদুল হক মুন্নাহ, নড়িয়া পৌরসভা ১ নংওয়ার্ড যুবলীগের সভাপতি শাহীন খান।


error: Content is protected !!