
শরীয়তপুরের নড়িয়া উপজেলার উপজেলা নির্বাহী অফিসার শেখ রাশেদউজ্জামানের বদলিজনিত বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে।
রবিবার ৯ এপ্রিল সকালে নড়িয়া উপজেলা পরিষদের আয়োজনে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জহিরুল ইসলাম জাকিরের সভাপতিত্বে বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ পারভেজ, ওসি হাজিজুর রহমান, কৃষি অফিসার রোকনুজ্জামান, প্রানি সম্পদ মোঃ ফারুক হোসেন, পিআইও মোঃ সোরাহাব হোসেন সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ, নড়িয়া উপজেলার বিভিন্ন ইউপি’র চেয়ারম্যান্যাগণ, ইউপি’র সচিবগণ, স্থানীয় সাংবাদিক, শিক্ষক প্রতিনিধি ও স্থানীয় গুরুত্বপূর্ণ ব্যক্তিরা উপস্থিত ছিলেন। সংবর্ধনা অনুষ্ঠানে শেখ রাসেদ উজ্জামান এর কর্ম সফলতার দিক তুলে ধরেন বক্তারা।
বিকালে অফিসারস ক্লাব আয়োজনে উপজেলা নিবাহী অফিসার শেখ রাশেদুজ্জামানের বিদায় সংবধনা শেষে তাকে ফুল দিয়ে বিদায় জানানে হয়েছে।