
শিক্ষা-সেবা-উন্নয়ন এ শ্লোগানকে সামনে রেখে শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলার “রাজনগর গ্রাজুয়েটস্ এসোসিয়েশন”র শুভ সূচনার অংশ হিসেবে রাজনগর ইউনিয়নের ২২টি শিক্ষা প্রতিষ্ঠানের ৬৬ জন এবং রাজনগর আদর্শ উচ্চ বিদ্যালয়ের ২০২২ সালের জিপিএ ৫ পাওয়া ১জন মোট ৬৭ জন মেধাবী শিক্ষার্থীদের মাঝে সংবর্ধণা প্রদান করা হয়।
ঈদুল ফিতরের পরের দিন রবিবার ২৩ এপ্রিল বিকেল সাড়ে ৪টার দিকে রাজনগর আদর্শ উচ্চ বিদ্যালয় হলরুমে এ সংবর্ধণা হিসেবে স্কুল ব্যাগ ও অভিনন্দন পত্র প্রদান করা হয়।
রাজনগর গ্রাজুয়েটস্ এসোসিয়েশন’র আহবায়ক ইঞ্জিনিয়ার মো: হারুন অর রশিদ মীর মালতের সভাপতিত্বে এবং সদস্য সচিব এডভোকেট মনোয়ার হোসেন (সিরাজ মোড়ল)-এর সঞ্চালনায় উপস্থিত ছিলেন, রাজনগর ইউপি’র সাবেক চেয়ারম্যান আলীউজ্জামান মীর মালত, মাইনস্টোন কলেজের সহকারী অধ্যাপক মো: সবুজ মাদবর, ঢাকা ডিএমপি’র ডিবি’র এসআই মো: ফজলুল করিম ও রাজনগর আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোদাচ্ছের হোসেন সবুজ মীর বহরসহ রাজনগর গ্রাজুয়েটস্ এসোসিয়েশন-এর সদস্যবৃন্দ ও মেধাবী শিক্ষার্থীগণ।
রাজনগর গ্রাজুয়েটস্ এসোসিয়েশনের উদ্দেশ্য হলো শিক্ষার প্রতি উদ্বুদ্ধ করা, গরীব মেধাবী শিক্ষার্থীদের সেবা করা এবং বেকারত্ব ঘুচিয়ে সার্বিক উন্নয়ন করা।