শনিবার, ৩০শে সেপ্টেম্বর, ২০২৩ ইং, ১৫ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ, ১৫ই রবিউল-আউয়াল, ১৪৪৫ হিজরী
শনিবার, ৩০শে সেপ্টেম্বর, ২০২৩ ইং

নড়িয়ায় বিভিন্ন স্কুলে দুদকের শিক্ষা সামগ্রী বিতরণ

নড়িয়ায় বিভিন্ন স্কুলে দুদকের শিক্ষা সামগ্রী বিতরণ

দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয় ফরিদপুর হতে শরীয়তপুরের বিভিন্ন স্কুল সমুহে সততা সংঘ ও অন্যান্য ছাত্র/ছাত্রীদের মধ্যে জেলা প্রশাসকের পরামর্শক্রমে শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়।
১৭ নভেম্বর শনিবার সকাল সাড়ে ১০ টায় নড়িয়া বিহারীলাল মডেল উচ্চ বিদ্যালয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সানজিদা ইয়াছমিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষর্থীদের মাঝে এই সামগ্রী বিতরণ করেন।
পরে নড়িয়া উপজেলার ৮ টি প্রাইমারী স্কুলে ১ টি স্কেল, ১ টি খাতা ও ১ টি ছাতা দেয়া হয় এবং ২ টি হাই স্কুলে শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ দেয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যাপক মো. সিরাজুল হক, সাধারণ সম্পাদক মো. বিল্লাল হোসাইন খান, নড়িয়া উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি প্রফেসর শাহ আলম খান, সাধারণ সম্পাদক মাস্টার সমর কুমার মন্ডল ও সদস্য সাংবাদিক মাহবুব।


error: Content is protected !!