সোমবার, ৫ই জুন, ২০২৩ ইং, ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ, ১৬ই জিলক্বদ, ১৪৪৪ হিজরী
সোমবার, ৫ই জুন, ২০২৩ ইং

শরীয়তপুরে হতদরিদ্র ও কর্মহীন মানুষের মাঝে খাদ্যসামাগ্রী বিতরণ

শরীয়তপুরে হতদরিদ্র ও কর্মহীন মানুষের মাঝে খাদ্যসামাগ্রী বিতরণ

আসন্ন পবিত্র রমজানকে সামনে রেখে বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুর ১২ টায় শরীয়তপুর সদর উপজেলায় রুদ্রকর ইউনিয়নে মাকশাহার গ্রামের করোনাভাইরাস প্রতিরোধে ঘরবন্দি ৩৮ জন অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
হতদরিদ্র কমর্হীন মানুষের ঘরে খাবার নেই হটলাইনে সংবাদ পেয়ে ঢাকা থেকে ছুটে এসে ২৭ নং হোগলা মাকশাহার সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সামাজিক দুরুত্ব বজায় রেখে ৩৮ জনের মাঝে খাদ্যসামাগ্রী বিতরণ করে গেলেন বাংলাদেশ সরকারের বিদুৎ জ¦ালানি ও খনিজ সম্পদ মন্ত্রনালয়ের ও শরীয়তপুর জেলার করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রান্তে হতদরিদ্র কর্মহীন মানুষের খাদ্য সমন্বয় করার দায়িত্বপ্রাপ্ত সিনিয়র সচিব মোঃ আনিছুর রহমান।
এ সময় উপস্থিত ছিলেন সচিব এর সহধর্মীণী, অতিরিক্ত জেলা প্রশাসক আবেদা আফসারী, সদর উপজেলার নির্বাহী অফিসার মোঃ মাহাবুর রহমান শেখ, সদর উপজেলার ভুমি(রাজস্ব) ফাতেমা খাতুন, সচিব এর পিএস সহ উক্ত ইউপি’র চেয়ারম্যান হাবিবুর রহমান ঢালী, বিডি ক্লিনের সভাপতি এডভোকেট মাসুদুর রহমান, ইউপি সদস্য কবির হোসেন প্রমুখ।


error: Content is protected !!