
শরীয়তপুর পৌরসভার ৩নং ওয়ার্ডের পশ্চিম কোটাপাড়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা বিশিষ্ট সমাজসেবক মোঃ ওমর খলিফা ২৮ আগস্ট শুক্রবার রাতে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। পশ্চিম কোটাপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে বাদ জোহর নামাজে জানাযা শেষে জেলা প্রশাসনের পক্ষথেকে রাষ্ট্রিয় মর্যাদায় দাফন সম্পন্ন করা হয়েছে।
মৃত্যুর সংবাদ পেয়ে শরীয়তপুর পৌরসভা মেয়র মোঃ রফিকুল ইসলাম কোতোয়াল মোঃ ওমর খলিফা’র বাড়িতে এসে তার পরিবারের সাথে দেখা করেন ও তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন। এ সময় মেয়র শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।