বুধবার, ৪ঠা অক্টোবর, ২০২৩ ইং, ১৯শে আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ, ১৮ই রবিউল-আউয়াল, ১৪৪৫ হিজরী
বুধবার, ৪ঠা অক্টোবর, ২০২৩ ইং

কুবিতে ‘হুইসেলব্লোয়িং’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

কুবিতে ‘হুইসেলব্লোয়িং’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) অর্থনীতি ক্লাবের উদ্যোগে “হুইসেলব্লোয়িং এর উপর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মনোভাব” শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার ২৯ শে আগষ্ট বিশ্ববিদ্যালয়েক সামাজিক বিজ্ঞান অনুষদের ৫০১ নাম্বার হল কক্ষে এই সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন এন এম রবিউল আউয়াল চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান, অধ্যাপক ড. মুহ. আমিনুল ইসলাম আকন্দ, সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন, অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ নাসির হুসেইন।

এছাড়া “হুইসেলব্লোয়িং এর উপর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মনোভাব” শীর্ষক কর্মশালা প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের অধ্যাপক ড. নুরুল হুদা সাকিব।

প্রসঙ্গত, হুইসেলব্লোয়ার হলো তারাই যারা প্রতিষ্ঠান বা কর্মপ্রক্রিয়ার ভেতরে থেকে দুর্নীতি বা অনিয়মের খবর ফাঁস করে দেন। সরকার, বিভিন্ন প্রতিষ্ঠান বা সংগঠনের ভেতরে থেকে নৈতিবাচক সব ধরনের তথ্য তারা জানিয়ে দেন। ফলে প্রতারণা ও অপচয় থেকে শুরু করে অপরাধের চক্রান্ত এবং যুদ্ধাপরাধের মত খবরও প্রকাশ হয়ে যায়।


error: Content is protected !!