
র্যাব-৮, সিপিসি-৩ মাদারীপুর ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রইছ উদ্দিন এর নেতৃত্বে গতকাল ১২ ফেব্রুয়ারি মঙ্গলবার রাত আনুমানিক ১২ টা ১৫ মিনিটের সময় মাদারীপুর জেলার সদর থানাধীন নতুন শহর কালিবাড়ী সাকিনস্থ কালিবাড়ী মন্দির এলাকায় অভিযান পরিচালনা করে কিশোর কুমার রায় (২৩), পিতাঃ কার্তিক চন্দ্র রায়, সাং-নতুন শহর কালিবাড়ী; মোঃ রাকিব হাওলাদার (২২), পিতাঃ মোঃ আব্দুল করিম হাওলাদার, সাং-গোলাবাড়ী ও কাজী বাপ্পী (২৪), পিতাঃ মোঃ আনোয়ার কাজী, সাং-গোলাবাড়ী, সর্ব থানাঃ মাদারীপুর সদর, জেলাঃ মাদারীপুরদেরকে ৫ ক্যান বিয়ারসহ হাতেনাতে আটক করে।
আটককৃত আসামীদেরকে জিজ্ঞাসাবাদে ও স্থানীয় লোকজনের নিকট হতে জানা যায় যে, ধৃত আসামীরা পেশাদার মাদক ব্যবসায়ী এবং তার দীর্ঘদিন যাবৎ মাদারীপুর জেলার সদর থানা এলাকায় বিয়ারসহ বিভিন্ন ধরনের অবৈধ মাদকদ্রব্য বিক্রয় কার্যক্রম চালিয়ে আসছে। ধৃত আসামীদেরকে উদ্ধারকৃত বিয়ারসহ মাদারীপুর জেলার সদর থানায় হস্তান্তর করা হয়। এ ব্যাপারে মাদারীপুর জেলার সদর থানায় একটি মাদক মামলা প্রক্রিয়াধীন রয়েছে।