
মাদারীপুরের কালকিনিতে এক স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করার অভিযোগে মোঃ জহিরুল আকন (২৪) নামের এক বখাটেকে এক বছরের কারাদন্ড প্রদান করেন ভ্রাম্যমান আদালত। গতকাল শনিবার সকালে থানা পুলিশের সহযোগীতায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আমিনুল ইসলাম ঘটনাস্থলে গিয়ে এ রায় প্রদান করেন। কারাদন্ডপ্রাপ্ত যুবক উপজেলার বালিগ্রাম এলাকার ধূয়াসার গ্রামের নুরুল ইসলাম আকনের ছেলে।
ভ্রাম্যমান ও এলাকা সুত্রে জানা গেছে, উপজেলার বালীগ্রাম এলাকার স্কুল পড়–য়া এক শিক্ষার্থীকে কয়েক বছর যাবত স্কুলে যাওয়া আসার পথে বিভিন্ন সময় কু-প্রস্তাবসহ বিভিন্ন ধরনের হুমকি দিয়ে আসছে বখাটে জহিরুল। এমনকি কয়েক মাস আগে ওই স্কুল ছাত্রীর বাড়িতে গিয়েও তুলে নেয়ার চেষ্টা করেন। ওই বখাটেকে কয়েক বার সতর্ক করে দিলেও তা উপেক্ষা করে ওই বখাটে পুনরায় শনিবার সকালে ওই ছাত্রী স্কুলে যাওয়ার পথে তার গতীরোধ করে বিভিন্ন ধরনের হুমকী-ধামকি দেন। এ বিষয়টি এলাকাবাসী দেখতে পেয়ে বখাটে জহিরুল ইসলামকে আটক করে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আমিনুল ইসলামকে খবর দেন। পরে কালকিনি থানার ওসি মোঃ মোফাজ্জেল হোসেনের সহযোগীতায় ইউএনও মোঃ আমিনুল ইসলাম তাৎক্ষনিক ঘটনাস্থলে ভ্রাম্যমান আদালত বসিয়ে বখাটে জহিরুল ইসলামকে এক বছরের কারাদন্ড প্রদান করেন।
এ ব্যাপারে কালকিনি থানার ওসি মোঃ মোফাজ্জেল হোসেন বলেন, কারাদন্ডপ্রাপ্ত জহিরুল ইসলামকে মাদারীপুর জেলা কারাগারে পাঠানোর প্রস্তুতি চলছে।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | ৫ | ||
৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ | ১২ |
১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ |
২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ |
২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |